ইশরাক হোসেন
গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় বিএনপি আপসহীন

গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার রক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আপসহীন বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর গেন্ডারিয়া ইস্ট এন্ড ক্লাবে ৪৫ নং ওয়ার্ড বিএনপি ও এলাকাবাসীর আয়জনে শোকসভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
ইশরাক বলেন, “বেগম খালেদা জিয়া একজন গৃহবধূ থেকে বিশ্বনেতায় পরিণত হয়েছিলেন। বাংলাদেশের গণতন্ত্র, জনগণের ভোটাধিকার, নারী ও শিশুদের অধিকার এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় তাঁর ভূমিকা এই দেশ যতদিন থাকবে ততদিন ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে।”
নেত্রীর প্রতি মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা তাঁর জানাজায় স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে।
ইশরাক হোসেন বলেন, বিএনপি বরাবরই সংস্কার ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার পক্ষে। তিনি স্মরণ করিয়ে দেন, ২০১৬ সালে বেগম খালেদা জিয়ার ঘোষিত ভিশনের ধারাবাহিকতায় বিএনপি প্রথমে ২৭ দফা এবং পরে যুগপৎ আন্দোলনের মাধ্যমে ৬০টির বেশি রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে ৩১ দফা সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করে।

তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিবাদী সরকার পতনের প্রায় আড়াই বছর আগেই আমাদের নেতা তারেক রহমান এই সংস্কার প্রস্তাব দিয়েছিলেন।
তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের কথা উল্লেখ করে বলেন, একটি নির্বাচিত সরকারকে ক্ষমতায় যেতে না দেওয়ার ধারাবাহিক নিপীড়ন ও বঞ্চনার ফলেই মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল। একইভাবে গত ১৭ বছরে দেশে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে বলেও অভিযোগ করেন ।
ইশরাক হোসেন বলেন, “সাংবাদিক, ছাত্র, রাজনৈতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে, বছরের পর বছর কারাবন্দী করে রাখা হয়েছে। অনেককে গুম ও নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছে।”
তিনি আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের আগের সেই অন্ধকার সময়ে বাংলাদেশ আর কখনো ফিরে যেতে চায় না।
তিনি জোর দিয়ে বলেন, ভবিষ্যতের বাংলাদেশ হবে এমন একটি দেশ যেখানে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে এবং রাষ্ট্রের আইনের দৃষ্টিতে সবাই সমান হবে।
ঢাকার নাগরিক সমস্যা প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, গ্যাস সংকট ও যানজট বর্তমানে বড় জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। আমার নিজের বাসাতেও গ্যাস নেই। একটি পরিবারের জন্য গ্যাস সংকট কতটা দুর্ভোগের, তা আমি উপলব্ধি করি। যানজটের কারণে সময় ও অর্থের অপচয়, পাশাপাশি বায়ু ও শব্দদূষণ বেড়ে জনস্বাস্থ্যের ওপর চাপ সৃষ্টি করছে।
নারীদের অধিকার প্রসঙ্গে তিনি বলেন, দেশের মোট ভোটারের প্রায় ৫২ শতাংশ নারী। নারীদের সমান অধিকার নিশ্চিত করা এবং রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বে তাদের অংশগ্রহণ বাড়ানো বিএনপির অন্যতম অঙ্গীকার।
নির্বাচন ও গণতন্ত্র প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র পথ হলো সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন। এজন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা স্থায়ীভাবে প্রণয়ন করা জরুরি।”
তিনি জানান, বিএনপি উচ্চকক্ষ ও নিম্নকক্ষ সমন্বয়ে সংসদীয় কাঠামোর মাধ্যমে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার পরিকল্পনাও করছে।
নতুন ভোটারদের উদ্দেশে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি নতুন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার যে প্রতিশ্রুতি বিএনপি দিয়েছে, তা বাস্তবায়নে দল দৃঢ়প্রতিজ্ঞ।
তিনি উপস্থিত জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া চান।
শোক সভায় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক মকবুল হোসেন টিপু, গেন্ডারিয়া থানা আহবায়ক আব্দুল কাদির, যুগ্ন আহবায়ক অপু ডালি, ৪৫ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক আশাফুল ইসলাম মোড়ল সহ প্রমুখ।
ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ






