• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাহরাইনে পোস্টাল ব্যালটের ভিডিও: ব্যাখ্যা দিল ইসি

নিজস্ব প্রতিবেদক    ১৪ জানুয়ারী ২০২৬, ১০:৩১ পি.এম.
বাহরাইনে পোস্টাল ব্যালটের ভিডিও’র ব্যাখ্যায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। সংগৃহীত ছবি

সম্প্রতি বাহরাইনে এক ঠিকানায় বিপুলসংখ্যক পোস্টাল ব্যালট পৌঁছানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ভিডিওটি ভোটারদের ব্যালট হাতে পাওয়ার আনন্দ থেকেই করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি জানান, ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের মাধ্যমে বাংলাদেশ ডাক বিভাগ মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট পাঠাচ্ছে। তবে কিছু দেশে পোস্টাল ডেলিভারি পদ্ধতি ভিন্ন। বাহরাইনের ক্ষেত্রে প্রায় ১৬০টি ব্যালট একটি নির্দিষ্ট ডেলিভারি পয়েন্টে একটি বক্সে রাখা হয়।

আখতার আহমেদ বলেন, বিষয়টি অনেকটা ছাত্রাবাসে চিঠি বিতরণের মতো। একটি নির্দিষ্ট জায়গায় চিঠি রাখা হতো, সেখান থেকে সবাই নিজের চিঠি সংগ্রহ করত। একইভাবে প্রবাসীরা বক্স থেকে নিজ নিজ ব্যালট নিয়ে গেছেন এবং কেউ কেউ পাশের কক্ষে থাকা পরিচিতদের ব্যালট পৌঁছে দিয়েছেন।

ইসি সচিব বলেন, ‘ভিডিওটি করা ঠিক হয়নি বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। তবে যতটুকু জানা গেছে, ভিডিওতে কোনো খাম খোলা হয়নি। শুধু ব্যালট হাতে পাওয়ার আনন্দ প্রকাশ করা হয়েছে।’

তিনি আরও জানান, বিষয়টি তাৎক্ষণিকভাবে বাহরাইন পোস্টকে জানানো হয়েছে। বাহরাইন পোস্ট জানিয়েছে, এটি সরাসরি ঘরে ঘরে ডেলিভারি ছিল না। এ ছাড়া বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতও বিষয়টি তদারকি করছেন। বাহরাইন পোস্ট সরেজমিনে তদন্ত করে ঘটনার কারণ এবং নির্ধারিত পদ্ধতি অনুসরণ করা হয়েছে কি না— সে বিষয়ে বিস্তারিত জানাবে।

উল্লেখ্য, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে দেশে অবস্থানরত ভোটার রয়েছেন ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন।

ভিওডি বাংলা/ এনআর/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্ধারিত তারিখে নির্বাচন: ড. ইউনূস
নির্ধারিত তারিখে নির্বাচন: ড. ইউনূস
স্বরাষ্ট্র উপদেষ্টার সতর্ক বার্তা
স্বরাষ্ট্র উপদেষ্টার সতর্ক বার্তা
ইসিতে পঞ্চম দিনের আপিল শুনানি চলছে
ইসিতে পঞ্চম দিনের আপিল শুনানি চলছে