• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক    ১৪ জানুয়ারী ২০২৬, ১০:৪৬ পি.এম.
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি। সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে নিজেদের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র। দেশটির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে ইরানের এক কর্মকর্তা রয়টার্সকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর হামলা চালায়, তাহলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা আঘাত হানা হবে। এই হুমকির পরই যুক্তরাষ্ট্রের সেনা সরানোর তথ্য সামনে এলো।

প্রাথমিকভাবে জানা যায়, কাতারের দোহায় অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল-উদেইদ থেকে বুধবার সন্ধ্যার মধ্যে কিছু সেনাকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরে জানা গেছে, মধ্যপ্রাচ্যের অন্যান্য ঘাঁটি থেকেও মার্কিন সেনা প্রত্যাহার করা হচ্ছে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যত ঘাঁটি রয়েছে, তার মধ্যে আল-উদেইদ ঘাঁটিই সবচেয়ে বড়। এখানে প্রায় ১০ হাজার মার্কিন সেনা অবস্থান করেন।

এর আগে গত বছরের জুনে দখলদার ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়ে। ওই সময় যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বাঙ্কার ব্লাস্টার বোমা হামলা চালায়। ওই হামলার আগেও আল-উদেইদ ঘাঁটি থেকে কিছু সেনা সরিয়ে নেওয়া হয়েছিল। পরে ইরান ওই ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলেও তা ছিল সীমিত আকারের।

উল্লেখ্য, ২০২০ সালে বিপ্লবী গার্ডের কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ হিসেবে ইরান ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ওই সময় ভুলবশত একটি যাত্রীবাহী বিমানও ভূপাতিত করে ইরান।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিক্ষোভে উত্তাল ইরান, নিহত প্রায় ২০০০ মানুষ
বিক্ষোভে উত্তাল ইরান, নিহত প্রায় ২০০০ মানুষ
যত সংকটের মুখোমুখি হয়েছে ইরান
আল জাজিরা এক্সপ্লেইনার যত সংকটের মুখোমুখি হয়েছে ইরান
২০২৫ সালে ১ লাখেরও বেশি ভিসা বাতিল করেছেন ট্রাম্প
২০২৫ সালে ১ লাখেরও বেশি ভিসা বাতিল করেছেন ট্রাম্প