মধুপুর
গ্রাম-বাংলার ঐতিহ্য ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) বিকালে উপজেলার মীর্জাবাড়ী ইউনিয়নের ভবানীটেকী যুব সমাজের উদ্যোগে বাংলার ঐতিহ্যবাহী এ ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও টাঙ্গাইল-১(মধুপুর-ধনবাড়ী) আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন।
এ সময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সহ-সভাপতি এম রতন হায়দার, ফুলবাগচালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ আলী, মির্জাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন তালুকদার, এছাড়াও ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজক কমিটির মধ্যে উপস্থিত ছিলেন হাফিজুর রহমান ও আবদুল মান্নান।
ঘোড়দৌড় প্রতিযোগিতায় সর্বমোট ৩২ টি ঘোড়া সোয়ারী অংশ গ্রহন করেন। কদম দৌড়ে ২টি রাউন্ডে ১০ টি ঘোড়া ও দাপট দৌড়ে ২ রাউন্ডে ২২ টি ঘোড়া অংশ গ্রহন করে।
কদম দৌড়ে ২ রাউন্ডে প্রথম স্থান অধিকার করেন মাদারগঞ্জের মোশারফ হোসেন এবং নজরুল ইসলাম। এছাড়াও দাপট দৌড়ে ২ রাউন্ডে প্রথম স্থান অধিকার করেন ঘাটাইলের সোহাগ এবং জামালপুরের আবদুর রহমান।
ফাইনাল রাউন্ডে প্রথম স্থান অধিকার করেন ময়মনসিংহের সঞ্জু ও দ্বিতীয় স্থান অধিকার করেন জামালপুরের আবদুর রহমান। এ প্রতিযোগিতা দেখতে বিভিন্ন এলাকার হাজার হাজার উৎসুক নারী পুরুষের উৎসব মুখর সমাগম এক মিলন মেলায় পরিনত হয়।
ভিওডি বাংলা/ মোঃ লিটন সরকার/ আ






