জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রফেশনাল ভর্তির আবেদন চলছে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন। গত ২৪ ডিসেম্বর থেকে এই আবেদন প্রক্রিয়া চালু রয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট www.nu.ac.bd/admissions থেকে আবেদন ফরম পূরণ করে প্রিন্ট করতে হবে। প্রাথমিক আবেদন ফি বাবদ ১,০০০ টাকা সংশ্লিষ্ট কলেজে (কলেজ নির্ধারিত মোবাইল ব্যাংকিং বা সরাসরি) ১ ফেব্রুয়ারি তারিখের মধ্যে জমা দিতে হবে।
এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজে কোর্সভিত্তিক আলাদা মেধাতালিকা প্রণয়ন করা হবে। ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পর ১ মার্চ থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রসপেক্টাস জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের ‘Important Notice’ অপশন থেকে জানা যাবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ভিওডি বাংলা/জা






