• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভবিষ্যতের সরকার প্রবাসীদের কল্যাণে কাজ করবে: নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক    ১৫ জানুয়ারী ২০২৬, ০১:৩৮ পি.এম.
প্রেস ক্লাবে প্রবাস প্রত্যাগত শ্রমিকদের উদ্যোগে খালেদা জিয়ার দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য দেন নজরুল ইসলাম -ছবি-ভিওডি বাংলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘আমি আশা করবো-ভবিষ্যতে যারা রাষ্ট্রের দায়িত্বে আসবেন, তারাও আমাদের প্রবাসী ভাইবোনদের জন্য নতুন নতুন কল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করবেন।’ 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয়তাবাদী প্রবাস প্রত্যাগত শ্রমিক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্য আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা প্রবাসী শ্রমিকদের মুখে অনেক প্রশংসা করি এবং তাদের রেমিটেন্স যোদ্ধা বলে মর্যাদা দেওয়ার চেষ্টা করি। কিন্তু, তাদের কল্যাণে তেমন কিছু অন্য কেউ করেনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদের জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় গঠন করেছিলেন। অর্থাৎ প্রবাসীদের কল্যাণের জন্য একটা স্থায়ী রাষ্ট্রীয় কাঠামো তিনি গড়ে দিয়ে গেছেন। আমরা বিশ্বাস করি যে-প্রবাসে যারা আছেন এবং যারা ছিলেন, তারা এই অবদান চিরদিন স্মরণ রাখবেন।’

তিনি বলেন, ‘আমি আশা করবো-প্রবাসী প্রত্যাগত শ্রমিক দল, প্রবাস থেকে প্রত্যাগত প্রত্যেকটা শ্রমজীবী মানুষের স্থায়ী কল্যাণের জন্য কিছু পরিকল্পনা প্রণয়ন করবেন। এমনকি তারা এই প্রস্তাবও করতে পারেন যে-বিদ্যমান আইন বা বিদ্যমান ব্যবস্থার কিভাবে উন্নয়ন করা যায়, যাতে প্রত্যাগত প্রবাসীরা উপকৃত হয়। আমি বিশ্বাস করি এ ব্যাপারে যথেষ্ট সুযোগ আছে। কিন্তু এই ব্যাপারে আন্তরিকভাবে কাজ করতে হবে।’ 

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘শুধু বিএনপির নেতাকর্মীরা নয়, সারা দেশের মানুষ দলমত নির্বিশেষে গত ৩০ শে ডিসেম্বর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকার্ত হয়েছেন। বেগম জিয়ার জন্য লক্ষ কোটি মানুষ কেঁদেছেন এবং ইতিহাসের বৃহত্তম জানাজা অনুষ্ঠিত হয়েছে।

তিনি আরও বলেন, ‘মানুষকে ভালোবাসলে মানুষ ভালোবাসে এবং জনগণের জন্য কাজ করলে জনগণ ভালোবাসে। এর প্রমাণ হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা।’ 

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাস প্রত্যাগত শ্রমিক দলের আহ্বায়ক জাকির হোসেন কাজলের সভাপতিত্বে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মুঞ্জুরুল ইসলাম মুঞ্জুর সঞ্চালনায় দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, শ্রমিক দলের উপদেষ্টা মো. হুমায়ুন কবির খান, শ্রমিক দলের সহ-সভাপতি আবুল কালাম আজাদ এবং প্রবাস প্রত্যাগত শ্রমিক দলের সদস্য সচিব আমজাদ হোসেন ভূঁইয়া প্রমুখ।

ভিওডি বাংলা-সবুজ/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবি পার্টির নির্বাচন পরিচালনা কমিটি গঠন
এবি পার্টির নির্বাচন পরিচালনা কমিটি গঠন
নারায়ণগঞ্জের ৩ উপজেলায় পথসভা করবেন তারেক রহমান
নারায়ণগঞ্জের ৩ উপজেলায় পথসভা করবেন তারেক রহমান
মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া শান্তকে তারেক রহমানের উপহার
মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া শান্তকে তারেক রহমানের উপহার