• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আবদুস সালাম:

বিএনপি ক্ষমতায় এলে মানুষের অধিকার নিশ্চিত হবে

নিজস্ব প্রতিবেদক    ১৫ জানুয়ারী ২০২৬, ০২:২১ পি.এম.
কড়াইলে ড্যাব-এর উদ্যোগে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে সপ্তাহব্যাপি স্পেশালাইড ফ্রী মেডিকেল ক্যাম্পে বক্তব্য দেন আবদুস সালাম-ছবি-ভিওডি বাংলা

দেশের গরিব ও নিম্নআয়ের মানুষের চিকিৎসা, বাসস্থান ও শিক্ষা কোনো দান বা খয়রাত নয় এগুলো রাষ্ট্রীয় অধিকার বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। তিনি বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে এসব অধিকার সরকারিভাবেই নিশ্চিত করা হবে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর কড়াইল বস্তিতে ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব-এর উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপি স্পেশালাইড ফ্রী মেডিকেল ক্যাম্পে তিনি এসব কথা বলেন।

দেশের গরিব মানুষের মৌলিক চাহিদা পূরণ করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব বলে তিনি মনে করেন। চিকিৎসা, শিক্ষা ও বাসস্থানের মতো অধিকার থেকে মানুষকে বঞ্চিত করে কোনো রাষ্ট্র টিকে থাকতে পারে না। বিএনপি ক্ষমতায় এলে এসব অধিকার রাষ্ট্রীয় ব্যবস্থার মাধ্যমেই জনগণ পাবে।

বীর মুক্তিযোদ্ধা বলেন, “আজ এখানে মা-বোনেরা যে ফ্রি চিকিৎসা, ডায়াবেটিস পরীক্ষা ও ওষুধ পাচ্ছেন বা এটি কোনো সরকারি উদ্যোগ নয়। এটি আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত একটি মানবিক সংগঠনের কার্যক্রম। অথচ এই চিকিৎসা দেওয়ার দায়িত্ব সরকারের।

তিনি  আরও বলেন, গত ১৭ বছর ধরে এই দেশে জনগণের প্রকৃত ভোটাধিকার নেই। সাধারণ মানুষ ভোট দিতে পারেনি। অথচ বড় ডাক্তার, বড় রাজনীতিবিদ বা প্রভাবশালীদের যেসব অধিকার আছে, একজন বস্তিবাসী মায়েরও ঠিক সেই অধিকার থাকার কথা।

বস্তিবাসীদের আবাসন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সরকারিভাবে বহুতল ভবন নির্মাণ করে গরিব মানুষকে পুনর্বাসন করা হবে। সেই ঘরের মালিক হবেন সংশ্লিষ্ট পরিবারগুলোই। কেউ আপনাদের উচ্ছেদ করতে পারবে না, কেউ জোর করে কাগজে সই নিতে পারবে না। আপনারা যেমন মালিক, আপনাদের সন্তানরাও তেমন মালিক হবে।

বিএনপির এই নেতা বলেন, এটা কোনো দান নয়। আপনারা সম্মানের সঙ্গে  নিজের ঘরের মালিক হবেন। সরকার এমন ব্যবস্থা করবে, যাতে গরিব হওয়াটা কারও গায়ে বোঝা হয়ে না দাঁড়ায়।

তারেক রহমান প্রসঙ্গে আবদুস সালাম বলেন, “আজ তারেক রহমান দেশে এলেই মানুষের ঢল নামে। জনগণের ভালোবাসাকেই ভয় করা হচ্ছে। কিন্তু জনগণ যদি কাউকে ভোট দিতে চায়, সেটি কেউ ঠেকাতে পারবে না।

মাদক, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, যে দলেরই হোক, কেউ চাঁদাবাজি বা মাদক ব্যবসায় জড়িত থাকলে তার কোনো ছাড় হবে না। বিএনপি ক্ষমতায় এলে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে।

বর্তমান পরিস্থিতিতে অবৈধ বিদ্যুৎ সংযোগ ও চাঁদাবাজির অভিযোগ তুলে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সবাইকে বৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে এবং সরকারকেই সরাসরি বিল পরিশোধ করতে হবে ও কোনো মধ্যস্বত্বভোগীকে নয়।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন আবদুস সালাম। 

জিয়াউর রহমান মাত্র সাড়ে তিন বছরে দেশের চেহারা বদলে দিয়েছিলেন, সেই ধারাবাহিকতায় তারেক রহমান রাষ্ট্রক্ষমতায় এলে অল্প সময়ের মধ্যেই দেশের অবস্থার পরিবর্তন হবে বলে জানান আবদুস সালাম।

বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান ও তারেক রহমানের জন্য দোয়া কামনা করেন এবং জনগণকে অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি মেডিকেল ক্যাম্পে অংশ নেওয়া চিকিৎসক ও স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানান। 

এ সময় আরও উপস্থিতি ছিলেন- অধ্যাপক ডাক্তার হারুন আল রাশিদ,ডাক্তার গোলাম সরোয়ার, ডক্টর ইকবাল ও বিশেষজ্ঞ ডাক্তার ইমরুলসহ প্রমুখ।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামায়াত নেতৃত্বাধীন ইসলামি জোট ভেঙে গেল
জামায়াত নেতৃত্বাধীন ইসলামি জোট ভেঙে গেল
তারেক রহমান বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন
তারেক রহমান বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন
এবি পার্টির নির্বাচন পরিচালনা কমিটি গঠন
এবি পার্টির নির্বাচন পরিচালনা কমিটি গঠন