• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দেশের ভেতরের পোস্টাল ব্যালটে মার্কার সাথে প্রার্থীর নাম চায় বিএনপি

নিজস্ব প্রতিবেদক    ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৪৬ পি.এম.
সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন সালাহউদ্দিন আহমেদ। ছবি: ভিওডি বাংলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, পোস্টাল ব্যালট দেশের অভ্যন্তরে সবচাইতে বেশি ব্যবহৃত হবে। সেজন্য আমরা বলেছি যে সমস্ত নির্বাচনী এলাকায় যে কয়জন প্রার্থী থাকে তাদেরই তো মার্কা দিয়ে নাম দিয়ে ব্যালট হয়। সেই একই ব্যালট যেন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার পোস্টাল ব্যালেট হিসেবে ব্যবহার করা হয়। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে শেষে এসব কথা বলেন তিনি। এসময় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই বৈঠকে উপস্থিত ছিলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, পোস্টাল ব্যালট দেশের অভ্যন্তরে সবচাইতে বেশি ব্যবহৃত হবে। সেজন্য আমরা বলেছি যে সমস্ত নির্বাচনী এলাকায় যে কয়জন প্রার্থী থাকে তাদেরতো মার্কা দিয়ে নাম দিয়ে ব্যালট হয়। সেই একই ব্যালট যেন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার পোস্টাল ব্যালেট হিসেবে ব্যবহার করা হয়। এ ব্যাপারে আমরা সুস্পষ্ট আমাদের প্রস্তাব দিয়েছি। কারণ সমস্ত মার্কাগুলো দিয়েতো পোস্টাল ব্যালেট সব কনস্টিটুয়েন্সিতে পাঠানোর প্রয়োজন নেই। এবং সেটা দেশের মধ্যে সম্ভব নয়। আমরা প্রত্যেকটি নির্বাচনী এলাকার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল প্রার্থী যারা থাকবেন তাদের নাম এবং মার্কা সহকারে যেটা ইউজুয়াল সাধারণ ব্যালট হবে। সেই একই ব্যালেট প্রত্যেকটা নির্বাচনী এলাকার পোস্টাল ব্যালেটের ক্ষেত্রে ব্যবহারের জন্য আমাদের একদম স্পষ্ট প্রস্তাব দিয়েছি। আমরা আশা করি সেটা তারা গ্রহণ করবেন। যেহেতু এটা যৌক্তিক, তারা (ইসি) রিপ্লাই দিয়েছে তারা বিবেচনা করবেন।

ব্যালট প্রণয়ন এবং বিদেশে প্রেরণ কার্যক্রমে নানা অনিয়ম ইসির কাছে তুলে ধরে এর ব্যাখ্যা চেয়েছেন বলে জানান তিনি। সালাহউদ্দিন আহমেদ বলেন, পোস্টাল ব্যালেট যেগুলো প্রবাসীদের জন্য পাঠানো হয়েছে—আমরা বলেছি, এখানে সঠিকভাবে বিবেচনা করা হয় নাই। যারা এই পোস্টাল ব্যালেট প্রণয়নের কাজে ছিল এবং প্রেরণের কাজে ছিল বা এগুলোর বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত ছিল, তাদেরকে ব্যাখ্যা দিতে হবে। ইলেকশন কমিশনকে ব্যাখ্যা দিতে হবে।

তিনি বলেন, বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে ভিডিও আকারে আসছে—একটা বাসায় ২০০-৩০০ করে ব্যালট পাওয়া যাচ্ছে। কোথাও কোথাও জব্দ করা হচ্ছে। কোথাও কোথাও এখনই ভোটিং শুরু হয়ে গেছে, যেটা ২২ তারিখে হওয়ার কথা। কোথাও কোথাও বলছে একজনের নাম্বার দিয়ে আরেকজন গ্রহণ করছে। এইভাবে অনেক কিছু অনিয়ম হয়েছে।

বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, পোস্টাল ব্যালটে অনিয়মের ঘটনায় বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেহেতু বাংলাদেশে প্রবাসীদের ভোটদানের এই নিয়মটা এই প্রথম এক্সারসাইজ হচ্ছে, এখানে কিছু ভুলভ্রান্তি থাকতে পারতো। তবে যে ভুলভ্রান্তিটা হচ্ছে, এখানে আমরা ভিক্টিম আসছি। আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে হয়ে কিছু কিছু এখানে কাজ হয়েছে বলে আমাদের ধারণা। এবং সেটা প্রকাশিত হয়েছে—আসলে ধারণাও না, সেটা প্রমাণিত হচ্ছে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ভোটার স্লিপ প্রদানের ক্ষেত্রে আমরা যেহেতু চাই অধিকাংশ ভোটার ভোটে অংশগ্রহণ করুক—দেশে সবাই চায়। তো সেই ক্ষেত্রে তারা যাতে তাদের ভোটের নাম্বারটা এবং প্রার্থীর নাম, প্রতীক ইত্যাদি পায় ভোটার স্লিপের মাধ্যমে, সহজ হয়। সেটা না করে তারা ভোট স্লিপের মধ্যে বলেছে কোন পার্টির নাম দেয়া যাবে না, মার্কা দেয়া যাবে না এবং প্রার্থীর ছবি দেয়া যাবে না। এগুলো আমরা কিছু পুনর্বিবেচনা করা দরকার।

তিনি আরও বলেন, আচরণবিধি যেহেতু ইলেকশন কমিশন নিজেরাই এটা পরিবর্তন করতে পারবে, সুতরাং এ বিষয়টা বিবেচনায় নেয়া উচিত। কারণ প্রত্যেক প্রার্থী ভোটার স্লিপ দিবে। ভোটার স্লিপ পেলে ভোটার নিজে চিন্তা করবে কোন দিকে দিবে না দিবে। কিন্তু তার জন্য সহজতর করা এটা উচিত। আমরা নির্বাচনকে যেন কঠিন না করি। সহজত করি এবং অধিকাংশ ভোটার যেন ভোট দিতে পারে।

ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচন ভবনে সিইসি ও বিএনপির বৈঠক শুরু
নির্বাচন ভবনে সিইসি ও বিএনপির বৈঠক শুরু
ভবিষ্যতের সরকার প্রবাসীদের কল্যাণে কাজ করবে: নজরুল ইসলাম
ভবিষ্যতের সরকার প্রবাসীদের কল্যাণে কাজ করবে: নজরুল ইসলাম
নির্বাচনে ব্যত্যয় ঘটলে গণতন্ত্র-সার্বভৌমত্ব হুমকিতে পড়বে: দুদু
নির্বাচনে ব্যত্যয় ঘটলে গণতন্ত্র-সার্বভৌমত্ব হুমকিতে পড়বে: দুদু