মনোনয়ন বৈধ বিএনপি প্রার্থীর, বাতিলই থাকছে মাসুদ সাঈদীর

পিরোজপুর-১ আসনে (সদর, নাজিরপুর ও ইন্দুরকানী) বিএনপির মনোনীত প্রার্থী ও দলের নির্বাহী কমিটির সদস্য আলমগীর হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদীর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত জানায়। রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল আবেদনের ওপর শুনানি শেষে কমিশন আলমগীর হোসেনের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করে এবং মাসুদ সাঈদীর আবেদন নামঞ্জুর করে।
ইসি সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ষষ্ঠ দিনের মতো আপিল শুনানি শুরু হয়। এদিন মোট ১০০টি আপিল আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। এর আগে গত পাঁচ দিনে ৩৮০টি আপিল শুনানি সম্পন্ন হয়। এসব শুনানিতে ২৭৭টি আবেদন বৈধ ঘোষণা করা হয়েছে, ৮১টি আবেদন নামঞ্জুর করা হয়েছে এবং ২৩টি আবেদন স্থগিত রাখা হয়েছে।
গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে সারা দেশের ৩০০টি নির্বাচনী আসনে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্র যাচাই করেন। এর মধ্যে ১ হাজার ৮৪২টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় এবং ৭২৩টি বাতিল করা হয়।
রিটার্নিং কর্মকর্তাদের এসব সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। এসব আপিল নিষ্পত্তির লক্ষ্যে ধারাবাহিকভাবে শুনানি পরিচালনা করছে কমিশন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন। এরপর ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে।
প্রচার কার্যক্রম চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। এরপর নির্ধারিত সময় অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, সব প্রক্রিয়া স্বচ্ছ ও আইনানুগভাবে সম্পন্ন করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং আপিল শুনানির মাধ্যমে প্রার্থীদের অভিযোগ ও আপত্তি নিষ্পত্তি করা হচ্ছে। এতে নির্বাচনের মাঠ আরও সুসংগঠিত ও প্রতিযোগিতামূলক হবে বলে আশা প্রকাশ করেছে কমিশন।
ভিওডি বাংলা/জা






