শুটিং সেট থেকে পূজা চেরির ভিডিও ফাঁস

চলচ্চিত্রের শুটিং সেট থেকে অভিনেত্রী পূজা চেরির একটি ভিডিও ফাঁস হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ইতোমধ্যে ফেসবুকসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। ফাঁস হওয়া ভিডিওটিতে একটি ‘গায়ে হলুদ’ অনুষ্ঠানের দৃশ্য ধারণ করা হয়েছে, যেখানে হলুদ শাড়ি পরিহিত পূজা চেরিকে নাচ-গানে মেতে উঠতে দেখা যায়।
প্রায় ১৬ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায়, সাজানো বিয়েবাড়ির পরিবেশে চারদিক থেকে ঘিরে রাখা হয়েছে পূজাকে। মাঝখানে দাঁড়িয়ে তিনি নৃত্যে অংশ নিচ্ছেন, আর আশপাশে অন্য শিল্পী ও সহশিল্পীরাও উপস্থিত। ভিডিওটি প্রকাশের পর মুহূর্তেই তা দর্শকদের নজর কাড়ে। মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীরা অভিনেত্রীর লুক, উপস্থিতি ও অভিনয় ভঙ্গির প্রশংসায় ভাসাচ্ছেন।

জানা গেছে, ভিডিওটি ধারণ করা হয় পাবনার ভাঙ্গুড়ায় চলমান ‘দম’ সিনেমার শুটিং সেটে। শুটিং চলাকালে সেখানে উৎসুক জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো। ধারণা করা হচ্ছে, সেই ভিড়ের মধ্য থেকেই কেউ গোপনে ভিডিওটি ধারণ করে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। ফলে শুটিং সেটের নিরাপত্তা ও শিল্পীদের ব্যক্তিগত কাজের পরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
তবে ভিডিও ফাঁসের বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনো সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট কারও পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। অনেকেই মনে করছেন, এই ধরনের অননুমোদিত ভিডিও প্রকাশ শিল্পীদের ব্যক্তিগত পরিসর ও পেশাগত শৃঙ্খলার জন্য হুমকি তৈরি করতে পারে।

‘দম’ সিনেমাটি নিয়েও দর্শকদের আগ্রহ কম নয়। এটি একটি বড় বাজেটের অ্যাকশন ও থ্রিলারধর্মী চলচ্চিত্র। এই ছবির মাধ্যমে প্রথমবার একসঙ্গে পর্দায় দেখা যাবে জনপ্রিয় দুই অভিনেতা আফরান নিশো ও চঞ্চল চৌধুরীকে। পাশাপাশি এই ছবিতেই বড় পর্দায় প্রথমবার জুটি বেঁধেছেন আফরান নিশো ও পূজা চেরি, যা দর্শকদের মধ্যে বাড়তি কৌতূহল সৃষ্টি করেছে।
আরও একটি চমক হলো-প্রায় এক দশক পর সিনেমায় ফিরছেন বর্ষীয়ান অভিনেত্রী ডলি জহুর। তার প্রত্যাবর্তন বাংলা চলচ্চিত্রের দর্শকদের জন্য একটি আনন্দের খবর হিসেবেই দেখা হচ্ছে। সব মিলিয়ে ‘দম’ সিনেমাটি মুক্তির পর ভালো সাড়া ফেলবে বলেই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা ও সিনেমাপ্রেমীরা।
ভিওডি বাংলা/জা







