• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জামায়াতের প্রতিনিধি দলের সঙ্গে ইসির বৈঠক

নিজস্ব প্রতিবেদক    ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:৫৯ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৫টায় ইসি ভবনে সিইসির সঙ্গে বৈঠক হবে বলে জানিয়েছে জামায়াত।

জামায়াতের পক্ষ থেকে বৈঠকে নেতৃত্ব দেবেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান। প্রতিনিধি দলে আরও থাকবেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার এবং সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।

দলীয় সূত্রে জানানো হয়েছে, বৈঠকে মূলত নির্বাচনী পরিবেশ, সরকারি কর্মকর্তাদের পক্ষপাতমূলক আচরণ, এবং সকল প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ বিষয়ে আলোচনা হতে পারে। এ ধরনের বৈঠকের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া আরও স্বচ্ছ ও ন্যায্য করতে পদক্ষেপ নেওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, তারা নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ চালিয়ে ভোটের নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে আগ্রহী। একই সঙ্গে, বৈঠকে ভোট প্রশাসন ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ও উঠে আসতে পারে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি ক্ষমতায় এলে মানুষের অধিকার নিশ্চিত হবে
আবদুস সালাম: বিএনপি ক্ষমতায় এলে মানুষের অধিকার নিশ্চিত হবে
নির্বাচন ভবনে সিইসি ও বিএনপির বৈঠক শুরু
নির্বাচন ভবনে সিইসি ও বিএনপির বৈঠক শুরু
ভবিষ্যতের সরকার প্রবাসীদের কল্যাণে কাজ করবে: নজরুল ইসলাম
ভবিষ্যতের সরকার প্রবাসীদের কল্যাণে কাজ করবে: নজরুল ইসলাম