• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কালিয়া

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি    ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:১২ পি.এম.
শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত। ছবি: ভিওডি বাংলা

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতকরণের লক্ষ্যে কালিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) নড়াইলের কালিয়া উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এ কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও পৌরসভার সচিবরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জিন্নাতুল ইসলাম। তিনি বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন একটি নাগরিকের মৌলিক অধিকার এবং রাষ্ট্রীয় সেবা নিশ্চিতের অন্যতম ভিত্তি। কোনো শিশুকে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় আনতে জন্ম নিবন্ধনের গুরুত্ব অপরিসীম। একইভাবে সঠিক মৃত্যু নিবন্ধন জনসংখ্যা পরিসংখ্যান ও রাষ্ট্রীয় পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস। তিনি সময়মতো ও নির্ভুলভাবে নিবন্ধন সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন এবং মাঠপর্যায়ে সচিবদের দায়িত্বশীল ভূমিকার কথা উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি অফিসার প্রস্ফুট মন্ডল, একাডেমিক সুপারভাইজার এম. শারাফাত হোসেন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম। তারা জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম, তথ্য যাচাই, সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি এবং শতভাগ নিবন্ধন অর্জনের কৌশল নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।

কর্মশালায় অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের কর্মশালা তাদের দায়িত্ব পালনে সহায়ক হবে এবং শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে।

ভিওডি বাংলা/ মোঃ মাহফুজুর রহমান/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষ, বাড়িতে অগ্নিসংযোগ-লুটপাট
মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষ, বাড়িতে অগ্নিসংযোগ-লুটপাট
মাজাহারুল ইসলাম মিতুলের ৩য় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
গৌরীপুরে বিএনপি নেতা মাজাহারুল ইসলাম মিতুলের ৩য় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
গ্রাম-বাংলার ঐতিহ্য ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
মধুপুর গ্রাম-বাংলার ঐতিহ্য ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত