• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আসিফের পোস্ট

‘নেপথ‍্যের কুশীলবরা থেকে যায় পর্দার আড়ালে’

ভিওডি বাংলা ডেস্ক    ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:৪৫ পি.এম.
আসিফ আকবর। ছবি-সংগৃহীত

তামিম ইকবালকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল ইসলামের সাম্প্রতিক এক মন্তব্যের পর থেকে পালাক্রমে নানা কাহিনি ঘটে গেছে দেশের ক্রিকেটে। ইতোমধ্যে এই বোর্ড পরিচালককে ক্রিকেট বোর্ডের অর্থ কমিটি থেকে সরিয়ে দিয়েছে বিসিবি। 

আর ক্রিকেটারদের প্রতি আজকের মধ্যেই মাঠে ফেরার আহ্বান জানিয়েছে বিসিবি। আজকের মধ্যে মাঠে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বোর্ড। 

এরই মাঝে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আরেক বোর্ড পরিচালক আসিফ আকবর তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন, যা নেটিজেনদের নজর কেড়েছে। নিজের একটি ছবি শেয়ার করে সেই পোস্টের ক্যাপশনে আসিফ লেখেন, ‘মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, শেখ মজিবুর রহমান, শহীদ জিয়াউর রহমান থেকে শুরু করে শহীদ শরীফ ওসমান হাদী- তাদেরকে বিদেশী কেউ হত‍্যা করেনি, হত‍্যা করেছে নিজ দেশের লোক। দেশের ভিতরেই ঘাপটি মেরে থাকা বিদেশি এজেন্টরা। 

নেপথ‍্যের কুশীলবরা সবসময় থেকে যায় পর্দার অন্তরালে। সুতরাং দেশে মোতায়েনকৃত বিদেশি দালালদের চিনে না রাখলে ইতিহাসের রং সবসময় একই রকম নৃশংসই থাকবে। এরা সংখ‍্যায় কম, এদের পৃষ্ঠপোষকরা অনেক শক্তিশালী, কূটকৌশলে সিদ্ধহস্ত। এরা যে কোন সুযোগের সর্বোচ্চ ব‍্যবহার করে, বাংলার শেষ নবাব সিরাজ উদ্ দৌলা ইতিহাসের উ‍ৎকৃষ্টতম উদাহরণ।’ 

ক্যাপশনের শেষে তিনি আরও লেখেন, 

‘সবার আগে বাংলাদেশ। 

ইনকিলাব জিন্দাবাদ।

বাংলাদেশ জিন্দাবাদ। 

ভালোবাসা অবিরাম...’ 

প্রসঙ্গত, সম্প্রতি ক্রিকেটারদের সঙ্গে সৃষ্ট ঘোলাটে অবস্থায় বোর্ড পরিচালক নাজমুলের পাশে দাঁড়িয়েছিলেন আসিফ। তবে বৃহস্পতিবার দেওয়া তার এই ফেসবুক পোস্টটির মূল কারণ কি সে সম্পর্কে কিছুই জানা যায়নি। 

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনার প্রত্যর্পণ এখন আইনি ও নৈতিকভাবে অপরিহার্য
প্রেস সচিব শেখ হাসিনার প্রত্যর্পণ এখন আইনি ও নৈতিকভাবে অপরিহার্য
আরেকবার চেষ্টা করতে চাই- মাহফুজ আলম
আরেকবার চেষ্টা করতে চাই- মাহফুজ আলম
খালেদা জিয়ার সাক্ষাৎকার নিয়ে মধুর স্মৃতিচারণ
খালেদা জিয়ার সাক্ষাৎকার নিয়ে মধুর স্মৃতিচারণ