• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইশরাক হোসেন

স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় খালেদা জিয়ার ত্যাগ অনস্বীকার্য

নিজস্ব প্রতিবেদক    ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৪৩ পি.এম.
বক্তব্য রাখছেন ইশরাক হোসেন। ছবি: ভিওডি বাংলা

ঢাকা-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ অনস্বীকার্য। তিনি অন্যায়, অবিচার ও জুলুমের বিরুদ্ধে সবসময় দৃঢ় অবস্থান নিয়েছেন এবং সেই সংগ্রামে কোটি কোটি যুবককে সংগঠিত ও অনুপ্রাণিত করেছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীতে ওয়ারি থানার ৩৮ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক হাফেজ আব্দুর রহমান উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

ইশরাক বলেন, এ ধরনের পবিত্র আয়োজনে শরিক হতে পারা আমার জন্য সৌভাগ্যের। এই শিশুরা কোরআনের পাখি। তারা যখন মহান আল্লাহর দরবারে হাত তোলে, তখন কারো না কারো হাতের উসিলায় আমাদের নেত্রীর জন্য আল্লাহর রহমত নাজিল হবে এ বিশ্বাস আমার আছে।

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমাদের নেত্রীর ত্যাগ অনস্বীকার্য। অন্যায় ও জুলুমের বিরুদ্ধে প্রতিবাদে তিনি কোটি কোটি যুবককে সংগঠিত ও অনুপ্রাণিত করেছেন। “আমি নিঃসন্দেহে বিশ্বাস করি, মহান আল্লাহ তাআলা তাঁর সেই ত্যাগের প্রতিদান দেবেন।”

তিনি আরও বলেন, আজ এই মাদ্রাসার শিশুদের সঙ্গে একসঙ্গে আল্লাহর দরবারে আমাদের নেত্রীর জন্য দোয়া করতে পারা আমার জন্য গর্বের।” উপস্থিত সবার প্রতি শুভকামনা জানিয়ে তিনি নিজের জন্যও দোয়া চান, যাতে আল্লাহ তাআলা তাকে ভালো কাজ করার শক্তি ও তাওফিক দান করেন।”

তিনি  বলেন, “অনেক কথা বলা যায়, কিন্তু আসল কথা হলো আমরা যেন ভালো কিছু করতে পারি। সেই রহমত ও শক্তি দান করার জন্য আপনাদের কাছে দোয়া চাই।”

দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৩৮ নং ওয়ার্ড সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য মোঃ শরিফ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ন আহ্বায়ক মুকিতুল হাসান রঞ্জু, ৩৮ নং ওয়ার্ড সভাপতি মাহফুজুর রহমান মনা, ওয়ার্ড সাধারণ সম্পাদক শহিদুল হক শহীদ, ওয়ারী থানা যুবদলের সাবেক সদস্য সচিব মোঃ নাহিদ, ওয়ারী থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বি এম সাগর, মসজিদ সভাপতি খন্দকার রুহুল আমিন, সাধারণ সম্পাদক শেখ আহমদ উল্লাহ সহ প্রমুখ।

ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আসন সমঝোতা হলেও জোটের রাজনৈতিক গুরুত্ব আছে
নাহিদ ইসলাম আসন সমঝোতা হলেও জোটের রাজনৈতিক গুরুত্ব আছে
রাস্তায় দাঁড়িয়ে নিয়োগপ্রত্যাশী শিক্ষকদের দাবি শুনলেন
তারেক রহমান: রাস্তায় দাঁড়িয়ে নিয়োগপ্রত্যাশী শিক্ষকদের দাবি শুনলেন
জামায়াতের প্রতিনিধি দলের সঙ্গে ইসির বৈঠক
জামায়াতের প্রতিনিধি দলের সঙ্গে ইসির বৈঠক