• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

১১ দলীয় জোটের ২৫৩ আসনে সমঝোতা

নিজস্ব প্রতিবেদক    ১৫ জানুয়ারী ২০২৬, ১০:১৯ পি.এম.
১১ দলীয় জোটের আসনে সমঝোতা। সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘এক বাক্সে’ ভোট দেওয়ার কৌশল নিয়ে আসন সমঝোতা চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৯টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ২৫৩টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। বাকি ৪৭টি আসনের প্রার্থী তালিকা পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। 

জোটের পক্ষ থেকে আসনের তালিকা ঘোষণা করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। 

আসন সমঝোতায় সর্বোচ্চ জামায়াতে ইসলামী ১৭৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানায়। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৩০টি আসন। অন্যান্য শরিকদের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, এলডিপি ৭টি, এবি পার্টি ৩টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ২টি এবং নেজামে ইসলামী পার্টি ২টি আসন পেয়েছে।

আসন বণ্টনে অন্যতম আলোচিত বিষয় ছিল পঞ্চগড়-১ (সদর, তেতুলিয়া ও আটোয়ারী) আসন। সেখানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমকে জোটের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। এ কারণে ওই আসনে জাগপার মুখপাত্র রাশেদ প্রধানের প্রার্থী হওয়ার কথা থাকলেও তিনি জোটের বৃহত্তর স্বার্থে সারজিস আলমকে সমর্থন জানিয়েছেন। 

আসন সমঝোতা নিয়ে দীর্ঘ টানাপোড়েনের পর আয়োজিত এই সংবাদ সম্মেলনে যোগ দেয়নি চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ বিষয়ে নিজেদের চূড়ান্ত অবস্থান ব্যাখ্যা করতে আগামীকাল শুক্রবার (১৬ জানুয়ারি) বিকাল ৩টায় রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন। 

প্রাথমিক তালিকায় খেলাফত আন্দোলন ও জাগপার নাম না থাকলেও ডা. তাহের জানিয়েছেন, খেলাফত আন্দোলনের বিষয়ে আলোচনা চলছে এবং পরবর্তীতে তাদের প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে। এছাড়া জাগপা নেতা রাশেদ প্রধান জোটের প্রার্থীদের পক্ষে মাঠে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান আনোয়ারুল হক চান, খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক আহমদ আব্দুল কাদের, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ ১১ দলীয় জোটভুক্ত ১০টি দলের শীর্ষ নেতারা।

ভিওডি বাংলা/ এমএস/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় খালেদা জিয়ার ত্যাগ অনস্বীকার্য
ইশরাক হোসেন স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় খালেদা জিয়ার ত্যাগ অনস্বীকার্য
খালেদা জিয়ার ত্যাগ ও নেতৃত্ব বিশ্ব রাজনীতির অনন্য উদাহরণ: দুদু
খালেদা জিয়ার ত্যাগ ও নেতৃত্ব বিশ্ব রাজনীতির অনন্য উদাহরণ: দুদু
প্রশাসন নিরপেক্ষ না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়
প্রশাসন নিরপেক্ষ না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়