ইশরাক হোসেন
অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশের সমস্যার সমাধান করব

ঢাকা-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন রবিদাসপাড়া এলাকায় অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশের সমস্যার সমাধানে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর ওয়ারীর ৩৮ নং ওয়ার্ডের রবিদাস পাড়া এলাকাবাসীর উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত শোকসভায় তিনি প্রতিশ্রুতি দেন।
ইশরাক হোসেন বলেন, “আমার সবচেয়ে বড় দুঃখ হলো, এখানে এসে দেখলাম যে হাজার হাজার মানুষ অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশে বসবাস করছেন। শিশুদের শিক্ষা ও মৌলিক নাগরিক অধিকার এখানে যথাযথভাবে নিশ্চিত হচ্ছে না। বিগত ১৭ বছরের রাষ্ট্র পরিচালনার পরও এই অঞ্চলের কোনো উন্নয়ন হয়নি।”
তিনি গ্যাস সংযোগ ও হোল্ডিং নাম্বারের সমস্যা তুলে ধরে বলেন, “গ্যাস পাইপলাইনের নামে যেসব অর্থ নেওয়া হয়েছে, তা জনগণের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে। যারা এটি নিয়েছে, তাদের বিরুদ্ধে অবশ্যই যথাযথ ব্যবস্থা গ্রহণ হওয়া উচিত। পাশাপাশি, আমি আশা করি, যদি সুযোগ আসে আমরা হোল্ডিং নাম্বার ও গ্যাস সংযোগের সমস্যা সম্পূর্ণ বিনামূল্যে সমাধান করব। এটি কেবল নির্বাচনী প্রতিশ্রুতি নয়, বরং একজন নাগরিক হিসেবে আমার দায়িত্ব।”
ইশরাক হোসেন আরও আশ্বাস দেন, “আপনারা কখনও নিজেদের একা বা দুর্বল ভাববেন না। বাংলাদেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার আছে। আমরা এলাকার যে কোনো বিপদ বা সমস্যায় সরাসরি সহযোগিতা নিশ্চিত করব। নিরাপত্তা ও জীবনযাত্রার মান উন্নয়নে পাশে থাকব।”
তিনি অনিরাপদ স্থাপনা ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির বিষয়েও সতর্কতা জারি করে বলেন, “যেকোনো বিপদে আমরা জনগণের পাশে দাঁড়াব এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সমস্যার সমাধান নিশ্চিত করব।”
ইশরাক হোসেন বলেন, “রাজনীতিবিদদের কাজ শুধু প্রতিশ্রুতি দেওয়া নয়, কাজ করা। আমি এখান থেকে আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, কাজ করব, পাশে থাকব। আপনারা আমাদের নেত্রীর জন্য প্রার্থনা করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ।”
এ সময় বিএফ স্থানীয় নেতৃবৃন্দ ও রবিদাস পাড়া সাধারণ নাগরিক উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ







