• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিসিবি পরিচালক নাজমুলের শোকজ:

৪৮ ঘণ্টার মধ্যে জবাব না দিলে পদত্যাগ বাধ্যতামূলক

স্পোর্টস ডেস্ক    ১৬ জানুয়ারী ২০২৬, ১১:৪২ এ.এম.
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম-ছবি-ভিওডি বাংলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম শোকজ নোটিশের জবাব না দিলে তাকে পদ থেকে অপসারণ করা হতে পারে। বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু শুক্রবার ((১৬ জানুয়ারি)) সংবাদ সম্মেলনে জানান, নাজমুল ইসলামের সঙ্গে সারাদিন যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

মিঠু বলেন, “কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পরও তার কোনো সাড়া পাওয়া যায়নি। গঠনতন্ত্র অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে জবাব না দিলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তাকে অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয়েছে। জবাব দেওয়ার সময়সীমা ১৭ জানুয়ারি দুপুর পর্যন্ত।” 

তিনি আরও জানান, “নোটিশের জবাব পাওয়ার পর বিষয়টি ডিসিপ্লিনারি কমিটিতে পাঠানো হবে। গঠনতন্ত্রে সব প্রক্রিয়া ঠিকভাবে উল্লেখ আছে। ডিসিপ্লিনারি কমিটি তাদের প্রক্রিয়ায় বিষয়টি এগিয়ে নেবে। আমরা চেষ্টা করেছি আজ তাকে উপস্থিত করতে, কিন্তু যোগাযোগ করা যায়নি।”

৪৮ ঘণ্টার নির্ধারিত সময় শেষ হলেও যদি নাজমুল জবাব না দেন, মিঠু জানান, “লাপাত্তা থাকলে বা সময়মতো জবাব না দিলে, এর ফলাফল নিজেই ভোগ করবেন। যেমন আদালতে হাজিরা না দিলে কি হয়, তা বোঝার মতো বিষয়।” এর মাধ্যমে বোঝা যাচ্ছে, বিসিবির পরিচালক পদ থেকেও তাকে অপসারণ করা হতে পারে।

ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ফায়াজুর রহমানের সঙ্গে বিষয়টি শেয়ার করা হয়েছে। মিঠু বলেন, “আমরা নিয়ম অনুসরণ করব। উনি (নাজমুল ইসলাম) জবাব না দিলে, এর প্রভাব এবং ফলাফল উনিই ভোগ করবেন।”

গতকাল বৃহস্পতিবার বিসিবির করপোরেট এবং মিডিয়া বিভাগ শাখা থেকে নাজমুল ইসলামের সঙ্গে সরাসরি যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি। বিষয়টি নিয়ে ক্রিকেটাঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। বিসিবি জানায়, কোনো সদস্য শোকজের জবাব না দিলে গঠনতন্ত্র অনুযায়ী পদত্যাগ বা অপসারণ প্রক্রিয়া শুরু হয়।

বিসিবি সূত্র জানায়, নাজমুল ইসলামের শোকজ মূলত আর্থিক কমিটির দায়িত্ব ও কর্তৃত্ব সংক্রান্ত বিষয় নিয়ে। তিনি যদি নির্ধারিত সময়ে জবাব না দেন, ডিসিপ্লিনারি কমিটি বিষয়টি পর্যালোচনা করবে এবং তার পদসংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।

এই প্রক্রিয়ার মাধ্যমে বোঝা যাচ্ছে, বিসিবি গঠনতন্ত্র ও নিয়মের প্রতি কঠোর অবস্থান নিয়েছে। ১৭ জানুয়ারি দুপুরের পর যদি জবাব না আসে, নাজমুল ইসলামের পরিচালক পদ স্থায়ীভাবে ঝুঁকিতে থাকবে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বকাপে না খেললে বিসিবির ক্ষতি নেই
এম নাজমুল ইসলাম বিশ্বকাপে না খেললে বিসিবির ক্ষতি নেই
শীর্ষে কোহলি
শীর্ষে কোহলি
বিশ্বকাপ ট্রফি সবার জন্যই অনুপ্রেরণা : জামাল ভূঁইয়া
বিশ্বকাপ ট্রফি সবার জন্যই অনুপ্রেরণা : জামাল ভূঁইয়া