• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

টানা হারের পর রংপুরের অধিনায়কত্বে বদল

ক্রীড়া প্রতিবেদক    ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:১৬ পি.এম.
রংপুরের নতুন অধিনায়ক লিটন কুমার দাস। সংগৃহীত ছবি

খেলোয়াড়দের আল্টিমেটাম এবং বয়কটের কারণে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মাঠে গড়ায়নি বিপিএল। ওই ম্যাচগুলো শুরু হচ্ছে শুক্রবার। এদিন আবার অধিনায়কত্বে বদল আনার ঘোষণা দেন টানা ৩ ম্যাচ হারা রংপুর রাইডার্স। টুর্নামেন্টের বাকি অংশের জন্য নতুন অধিনায়ক হিসেবে লিটন দাসকে বেছে নিয়েছে তারা। তিনি নুরুল হাসান সোহানের জায়গায় দায়িত্ব নিচ্ছেন। 

শুক্রবার (১৬ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দলের অনুশীলন শেষে রংপুরের প্রধান কোচ মিকি আর্থার বিষয়টি নিশ্চিত করেন। 

রংপুরের কোচ জানান, বাংলাদেশের ক্রিকেটে লিটনের অবস্থান ও ড্রেসিংরুমে তার প্রভাব বিবেচনায় সিদ্ধান্তটি নেওয়া হয়েছে, ‘সে যেহেতু জাতীয় দলের অধিনায়ক, তাই সিদ্ধান্তটা সহজ। লিটন যেভাবে নিজের ক্রিকেটটা উপভোগ করে, সেটা আমার খুব ভালো লাগে। সে খুব আক্রমণাত্মক, মানসিকতা একদম নিখুঁত। এমন একজন নেতা, যাকে সবাই অনুসরণ ও সম্মান করে। তাই বুঝতে সমস্যা হয় না, কেন লিটন বাংলাদেশের টি–টোয়েন্টি অধিনায়ক।’

চলতি বিপিএলে রংপুরের হয়ে ব্যাট হাতে ৮ ম্যাচে ১৬২ রান করেছেন লিটন কুমার দাস, গড় ২০.২৫ ও স্ট্রাইকরেট ১৩৫। যা দেশীয় ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।

অন্যদিকে ব্যাট হাতে এবারের আসরে একেবারেই ছন্দে নেই সোহান। নিজের ব্যাটিংয়ে পুরো মনোযোগ দেওয়ার জন্যই অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

এখন পর্যন্ত টুর্নামেন্টে রংপুর রাইডার্সের পারফরম্যান্স ওঠা-নামার মধ্যেই ছিল। তার ওপর সর্বশেষ তিন ম্যাচেই হার দেখেছে তারা। সামনে টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ পর্ব থাকায় ছন্দে ফিরতে নেতৃত্বে এই পরিবর্তন সহায়ক হবে বলে মনে করছে দলটি।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জ্যোতি-সোবহানার ব্যাটে বাংলাদেশ মেয়েদের বড় জয়
জ্যোতি-সোবহানার ব্যাটে বাংলাদেশ মেয়েদের বড় জয়
বিশ্বকাপে না খেললে বিসিবির ক্ষতি নেই
এম নাজমুল ইসলাম বিশ্বকাপে না খেললে বিসিবির ক্ষতি নেই
শীর্ষে কোহলি
শীর্ষে কোহলি