শীতার্ত মানুষের জন্য ঢাকায় গাইবে ৪ ব্যান্ড

শীতের কুয়াশা কেটে উঠেছে ঢাকার সংগীতাঙ্গন। এই মৌসুমে আয়োজন করা হচ্ছে বিশেষ চ্যারিটি কনসার্ট ‘কুয়াশার গান’, যেখানে পরিবেশন করবে দেশের চার জনপ্রিয় ব্যান্ড-চিরকুট, আভাস, কৃষ্ণপক্ষ ও অ্যাশেজ।
আগামীকাল (১৭ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হবে এই আয়োজন, যা কেবল বিনোদনের মধ্য দিয়ে নয়, মানবিক উদ্দেশ্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শীতকাল মানেই দেশের সঙ্গীতপ্রেমীদের জন্য বিশেষ অনুষ্ঠান। প্রতিবার এই সময়ে শহর-গ্রামে গান, কনসার্ট ও লাইভ পারফরম্যান্সের আয়োজন হয়ে থাকে। শিল্পীরা ব্যস্ত থাকেন ইনডোর ও আউটডোর কনসার্টে, আর দর্শকরা সামনাসামনি তাদের প্রিয় শিল্পীর সঙ্গে মিউজিকের আনন্দ ভাগাভাগি করেন। তবে এবারের শীতে কনসার্টের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে।
গত বছরের শেষ দিকে নিরাপত্তার কারণে প্রশাসনের অনুমতি না পাওয়ায় অনেক কনসার্ট বাতিল হয়েছে। এসব অনুষ্ঠানে দেশের ব্যান্ড ও শিল্পীদের পাশাপাশি বিদেশি শিল্পীরাও অংশ নেওয়ার কথা ছিল।
বিশেষ করে গত মাসে ফরিদপুরে একটি স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠানে নগর বাউল জেমস গাইতে গিয়েছিলেন। কিন্তু বহিরাগত হামলার কারণে অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়, এবং তিনি গান না গেয়ে ফিরে আসতে বাধ্য হন। এই ঘটনায় আউটডোর কনসার্টের নিরাপত্তা নিয়ে নতুন শঙ্কা তৈরি হয়।
এই পরিস্থিতির মধ্যেই ঢাকার আয়োজন করা হচ্ছে ‘কুয়াশার গান’। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং স্পিরিটস অব জুলাই যৌথভাবে এই কনসার্টের আয়োজন করেছে। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায়, যেখানে প্রথমে মঞ্চে উঠবে কৃষ্ণপক্ষ। এরপর সন্ধ্যা ৭টায় পারফর্ম করবে আভাস। রাত ৮টায় মঞ্চ মাতাবে চিরকুট এবং শেষ হবে অ্যাশেজের গান দিয়ে, যা রাত সাড়ে ৯টায় শুরু হবে।
কনসার্টের আয়োজকরা জানিয়েছেন, এটি একটি মানবিক ও দাতব্য উদ্যোগ। শীতের তীব্রতায় অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণের জন্য তহবিল সংগ্রহই মূল উদ্দেশ্য।
এমন উদ্যোগের মাধ্যমে শুধু সংগীত উপভোগ নয়, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক সহানুভূতিও প্রকাশ করা হবে।
এর আগে ১১ জানুয়ারি ঢাকায় টিএসসি মাঠে অনুষ্ঠিত হয়েছিল ‘সুরে বোনা সোয়েটার’ শীর্ষক চ্যারিটি কনসার্ট। ঢাকা ইউনিভার্সিটি ব্যান্ড সোসাইটি আয়োজিত সেই কনসার্টে নতুন ও পুরোনো কাপড়, কম্বল সংগ্রহের পাশাপাশি অর্থ অনুদানও নেওয়া হয়েছিল। অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন জয় শাহরিয়ার, লালন মাহমুদ, ডি-রকস্টার শুভ ও সোহান আলী।
শীতের কুয়াশা ভেদ করে মানুষের জন্য আয়োজন করা এই চ্যারিটি কনসার্টে সঙ্গীতপ্রেমীরা আনন্দের সঙ্গে মানবিক দায়বদ্ধতাও পালন করতে পারবেন। চার ব্যান্ডের একে অপরের পরিপূরক পারফরম্যান্স দর্শককে রাতের জন্য মুগ্ধ করবে, আর শীতার্ত মানুষের জন্য দাতব্য তহবিল সংগ্রহের কাজ এগিয়ে নেবে।
ভিওডি বাংলা/জা







