• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হ্যাঁ ভোট দিতে হবে: উপদেষ্টা আদিলুর

বান্দরবান প্রতিনিধি    ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:২৩ পি.এম.
হায়ণ ও গণপূর্ত, শিল্প এবং স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। চবি-ভিওডি বাংলা

গৃহায়ণ ও গণপূর্ত, শিল্প এবং স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, যদি আমরা আবারও গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন ও আয়নাঘরের দিনগুলোতে ফিরে যেতে না চাই, তাহলে আমাদের গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে। হ্যাঁ ভোট দিতে হবে।

তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটে অংশগ্রহণ এবং ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানিয়ে বলেন, গণভোটের মাধ্যমে জনগণের মতামত প্রতিফলিত হবে, যা দেশের গণতান্ত্রিক ধারাকে সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখবে।

বান্দরবান জেলা প্রশাসন আয়োজনে শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের সভাকক্ষে গণভোটের প্রচার ও উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

উপদেষ্টা আদিলুর রহমান খান সকল শ্রেণি-পেশার মানুষকে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাদের নাগরিক অধিকার প্রয়োগের আহ্বান জানান। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে ইতিবাচক পরিবর্তনের পক্ষে অবস্থান নেওয়ার পাশাপাশি এই গণভোটকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সবাইকে সহযোগিতা করতে হবে।

এ সময় তিনি স্বৈরাচার যেন আর কখনও ফিরে আসতে না পারে সে বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান।

গণভোটের প্রচার ও উদ্বুদ্ধকরণ সভা শেষে উপদেষ্টা বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের চড়-ই পাড়া এলাকায় পাহাড়ী নারী-পুরুষদের অংশগ্রহণে অনুষ্ঠিত উঠান বৈঠকে যোগ দেন। পরে এডিবির অর্থায়নে বান্দরবানে জেলা শহরের কালাঘাটা এলাকায় পার্বত্য চট্টগ্রামে সমন্বিত ও টেকসই পৌর পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প পরিদর্শন করেন তিনি।

এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি, জেলা পুলিশ সুপার আবদুর রহমান, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তারা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই দফায় ৬ দিনের সরকারি ছুটি
দুই দফায় ৬ দিনের সরকারি ছুটি
গণভোট সমালোচকদের জানার পরিধি সীমিত: শফিকুল আলম
গণভোট সমালোচকদের জানার পরিধি সীমিত: শফিকুল আলম
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় তারেক রহমান
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় তারেক রহমান