• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দুর্যোগে জীবন রক্ষার ‘ইমার্জেন্সি ব্যাকপ্যাক’

লাইফস্টাইল    ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:২৮ পি.এম.
জীবন নিরাপদে রাখার জন্য গুছিয়ে রাখুন একটি ‘ইমার্জেন্সি ব্যাকপ্যাক-ছবি: সংগৃহীত

শহর ও গ্রামে অগ্নিকাণ্ড, ভূমিকম্প ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ঘটনা বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, এমন সময় প্রথম ৭২ ঘণ্টা বা তিন দিন নিরাপদে কাটানোর জন্য ‘ইমার্জেন্সি ব্যাকপ্যাক’ বা ‘গো ব্যাকপ্যাক’ প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি।

এই ব্যাকপ্যাকটি এমন স্থানে রাখতে হবে, যেখানে বিপদের সময় দ্রুত বাড়ি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তা সঙ্গে নেওয়া যায়। সাধারণত বাড়ির মূল দরজার কাছাকাছি বা ডাইনিং টেবিলের নিচে এটি রাখা ভালো। প্রাথমিক ধকল কাটিয়ে জীবনের ঝুঁকি কমাতে ব্যাকপ্যাকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

একটি আদর্শ ইমার্জেন্সি ব্যাকপ্যাকে অন্তত দুই-তিন লিটার পানি রাখা জরুরি। এছাড়া তিন দিনের জন্য শুকনো খাবার যেমন এনার্জি বার, ড্রাই ফ্রুটস, মুড়ি, বিস্কুট বা চিড়া রাখতে হবে। খাবারের সঙ্গে জরুরি ওষুধপত্র, ফার্স্টএইড কিট, টর্চলাইট, পাওয়ার ব্যাংক ও চার্জার রাখা প্রয়োজন।

সুরক্ষার জন্য সার্জিক্যাল মাস্ক, গ্লাভস এবং আত্মরক্ষার জন্য হুইসিল ব্যাগ ব্যাগে রাখতে হবে। গুরুত্বপূর্ণ নথিপত্র যেমন জাতীয় পরিচয়পত্র, ব্যাংক তথ্য ও অন্যান্য প্রয়োজনীয় কাগজের ফটোকপি এবং কিছু নগদ টাকা একটি প্লাস্টিক ব্যাগে সংরক্ষণ করুন।

ব্যক্তিগত প্রয়োজনের জন্য দুই সেট কাপড়, গামছা, সাবান, হ্যান্ড স্যানিটাইজার, টয়লেট পেপার এবং স্যানিটারি ন্যাপকিন ব্যাগে রাখা উচিত। পরিবারে যদি নবজাতক বা শিশু থাকে, তাদের জন্য আলাদা করে ডায়াপার ও শিশুখাদ্য রাখতে হবে। সম্ভব হলে একটি পাতলা কম্বল, ছোট বেডশিট বা পাটি এবং ছাতা ব্যাগে যুক্ত করা যায়।

দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে শান্ত থাকা খুবই গুরুত্বপূর্ণ। জরুরি যোগাযোগের নম্বরগুলো একটি কাগজে লিখে ব্যাগে বা দৃশ্যমান স্থানে রাখলে সঙ্কটের সময় সহায়তা পাওয়া সহজ হয়।

বিশেষজ্ঞরা মনে করান, সামান্য সচেতনতা এবং পূর্বপ্রস্তুতিই ক্ষয়ক্ষতি কমাতে সাহায্য করে। তাই পরিবারের প্রতিটি সদস্যকে ব্যাকপ্যাকের বিষয়টি জানানো এবং নিয়মিত পরীক্ষা করা প্রয়োজন।

দূর্যোগ কখন ঘটতে পারে তা কেউ জানে না, তাই প্রস্তুতি ছাড়া থাকা জীবন ও সম্পদের জন্য ঝুঁকিপূর্ণ। একটি প্রস্তুত ইমার্জেন্সি ব্যাকপ্যাক সাধারণ মানুষের জন্য এক ধরনের জীবনরক্ষাকারী সঙ্গী হিসেবে কাজ করতে পারে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোয়েল পাখির ডিমে চমৎকার পুষ্টি গুণ
কোয়েল পাখির ডিমে চমৎকার পুষ্টি গুণ
প্রচণ্ড শীতেও ট্যাংকের পানি গরম রাখার পদ্ধতি
প্রচণ্ড শীতেও ট্যাংকের পানি গরম রাখার পদ্ধতি
এআইয়ের সঙ্গে কথা বলতে বলতে হারাচ্ছি কি মানবিক সম্পর্ক?
এআইয়ের সঙ্গে কথা বলতে বলতে হারাচ্ছি কি মানবিক সম্পর্ক?