• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নির্বাচন ১২ ফেব্রুয়ারি

পাবনা-১ ও ২ আসনে নতুন তফসিল

জ্যেষ্ঠ প্রতিবেদক    ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:৩৪ পি.এম.
প্রধান নির্বাচন কমিশন ভবন। ছবি-সংগৃহীত

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনার প্রেক্ষিতে পাবনা-১ ও ২ আসনের নির্বাচনি তফসিল নতুন করে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে নতুন সময়সূচি অনুযায়ী, অন্যান্য আসনের মতো এই দুটি আসনেও আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা প্রজ্ঞাপনে এই নতুন তফসিল ঘোষণা করা হয়। 

প্রজ্ঞাপন অনুযায়ী, পাবনা-১ ও ২ আসনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ জানুয়ারি। দাখিল করা মনোনয়নপত্র বাছাই করা হবে ১৯ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ২০ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত এবং আপিল নিষ্পত্তি হবে ২৫ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৭ জানুয়ারি। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

ইসি জানিয়েছে, এই দুটি আসনে ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। স্বচ্ছ ব্যালট বাক্স ও ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। 

এর আগে সীমানা পুনর্নির্ধারণ নিয়ে আইনি জটিলতার কারণে এই দুই আসনের নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। গত ৪ সেপ্টেম্বর ইসি একটি গেজেট প্রকাশ করে যেখানে সাঁথিয়া উপজেলাকে পাবনা-১ আসন এবং সুজানগর ও বেড়া উপজেলাকে পাবনা-২ আসন হিসেবে নির্ধারণ করা হয়। হাইকোর্ট এই গেজেটকে অবৈধ ঘোষণা করলে বিষয়টি আপিল বিভাগে গড়ায়। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের রায় স্থগিত করে ইসির ৪ সেপ্টেম্বরের গেজেট অনুযায়ী নির্বাচন করতে বাধা নেই বলে আদেশ দেন। এর ফলে সাঁথিয়া উপজেলা এককভাবে পাবনা-১ এবং সুজানগর ও বেড়া উপজেলা নিয়ে পাবনা-২ আসন গঠিত হওয়ার বিষয়টি আইনি বৈধতা পায়। আপিল বিভাগের এই আদেশের প্রেক্ষিতেই ইসি আগের আংশিক তফসিল বাতিল করে নতুন এই সময়সূচি ঘোষণা করলো। 

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাগরিক শোকসভায় তারেক রহমান
নাগরিক শোকসভায় তারেক রহমান
দুই দফায় ৬ দিনের সরকারি ছুটি
দুই দফায় ৬ দিনের সরকারি ছুটি
গণভোট সমালোচকদের জানার পরিধি সীমিত: শফিকুল আলম
গণভোট সমালোচকদের জানার পরিধি সীমিত: শফিকুল আলম