• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডা. এফএম সাত্তার

খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত ব্যবস্থাপত্র তদন্ত হওয়া প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক    ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৩৯ পি.এম.
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত ব্যবস্থাপত্রগুলোর তদন্তের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন চিকিৎসক দলের প্রধান অধ্যাপক ডা. এফএম সাত্তার।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অবশ্যই চিকিৎসক দল, চিকিৎসা প্রক্রিয়া এবং চিকিৎসা সংক্রান্ত ব্যবস্থাপত্রগুলোর তদন্ত হওয়া প্রয়োজন।

ডা. এফএম সাত্তার বলেন, ১২ বছরেরও বেশি সময় ধরে চিকিৎসালয়ে যুক্ত ছিলাম। লিভার সিরোসিসে আক্রান্তের বিষয়টি চিহ্নিত করার পরে দেখা যায়, বন্দি অবস্থায় সরকার নির্ধারিত চিকিৎসক দলের দেওয়া মিথোট্রিক্স নামক ওষুধ খাওয়ানো হতো বেগম খালেদা জিয়াকে। কিন্তু এই ওষুধ দেওয়া হলে কিডনির কার্যকারিতা সবসময় পরীক্ষা করতে হয়। অথচ পিজি হাসপাতালে একটি আল্ট্রাসনোগ্রামও করা হয়নি।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাগরিক শোকসভায় তারেক রহমান
নাগরিক শোকসভায় তারেক রহমান
দুই দফায় ৬ দিনের সরকারি ছুটি
দুই দফায় ৬ দিনের সরকারি ছুটি
গণভোট সমালোচকদের জানার পরিধি সীমিত: শফিকুল আলম
গণভোট সমালোচকদের জানার পরিধি সীমিত: শফিকুল আলম