দাবানলে জ্বলছে ভারতের ঝাড়খণ্ড

ভারতের উত্তরাখণ্ডের বিশ্ব বিখ্যাত 'ভ্যালি অফ ফ্লাওয়ারস' ও নন্দাদেবী জাতীয় উদ্যান সংলগ্ন বনাঞ্চলে পাঁচ দিন ধরে ভয়াবহ দাবানল জ্বলছে। পরিস্থিতি এতটাই সংকটাপন্ন, যে বন বিভাগ আগুন নিয়ন্ত্রণে আনতে ভারতীয় বিমানবাহিনীর হেলিকপ্টারের সাহায্য নিতে বাধ্য হয়েছে।
চমোড়ি জেলার নন্দাদেবী ন্যাশনাল পার্কের কাছে ৩,৫০০-৪,২০০ মিটার উচ্চতার দুর্গম পাহাড়ি এলাকায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। লক্ষ্মণ গঙ্গা ও আলকনন্দা নদীর মধ্যে বিস্তৃত এই এলাকায় পায়ে পৌঁছানো প্রায় অসম্ভব। বনকর্মীরা চেষ্টা করেছিলেন পাহাড়ে ওঠার, কিন্তু ঝুঁকিপূর্ণ ভাঙা পাথর ও ছিটকে আসা শিলার কারণে কাজ স্থগিত করতে হয়েছে।
রেঞ্জ অফিসার চেতন কন্দপাল জানিয়েছেন, জেলাশাসন রাজ্য সচিবালয়ের মাধ্যমে আইএএফসহ বিভিন্ন সংস্থার সাহায্য চেয়েছে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে। বিশেষজ্ঞদের মতে, এ বছরের শীতে হিমালয়ের এই অংশে তুষারপাত প্রায় হয়নি এবং বৃষ্টিপাতও নগণ্য। ফলে বনভূমি ও গাছপালা শুষ্ক হয়ে খুবই জ্বালানযোগ্য অবস্থায় পৌঁছেছে। ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ১ নভেম্বর থেকে উত্তরাখণ্ডে ১,৬০০-এর বেশি শীতকালীন অগ্নি সতর্কবার্তা জারি হয়েছে। জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত ৩৩টি নিশ্চিত অগ্নিকাণ্ডে প্রায় ১৫ হেক্টর বনভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে।
পরিবেশবিদরা মনে করছেন, জলবায়ু পরিবর্তনের কারণে শীতকাল ক্রমশ উষ্ণ ও শুষ্ক হয়ে উঠছে, যা এই ধরনের দাবানলের প্রধান কারণ। তারা সতর্ক করেছেন যে এই অগ্নিকাণ্ড হিমালয়ের অমূল্য জীববৈচিত্র্যকে বিপদে ফেলছে এবং ভূমিক্ষয় ও ধসের ঝুঁকিও বাড়াচ্ছে।
ভিওডি বাংলা/ এমএম







