• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নির্বাচনী মাঠে সক্রিয়

মধুপুরে গভীর রাত পর্যন্ত জাতীয় পার্টি জনসংযোগ

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৩২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এডভোকেট ইলিয়াস হোসেন মনি। 

তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের পরিচয় তুলে ধরে জাতীয় পার্টির পক্ষে প্রচারণার অংশ হিসেবে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকাল থেকে মধ্য রাত পর্যন্ত মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের গাংগাইর, মহিষবাথান, আলোকদিয়া, লাউফুলা, বাশতলা ও রক্তিপাড়া বাজারসহ বিভিন্ন হাট-বাজারে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। 

এ সময় তিনি ব্যবসায়ী, শ্রমজীবী, তরুণ ও বয়োজ্যেষ্ঠদের খোঁজখবর নেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শোনেন।

এ সময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, অভিজিৎ দেব, আলোকদিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল রাজ্জাক, সাধারণ সম্পাদক আবু হানিফ'সহ স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা। তারা এ সময় তারা নির্বাচনী আচরণ বিধি মেনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

ভিওডি বাংলা / মোঃ লিটন সরকার/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধরলার ভবিষ্যৎ নিয়ে কুড়িগ্রামে আবেগঘন সেমিনার
নদীর কান্না নারীর কণ্ঠে ধরলার ভবিষ্যৎ নিয়ে কুড়িগ্রামে আবেগঘন সেমিনার
রাজারহাটে শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও ছাতা বিতরণ
রাজারহাটে শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও ছাতা বিতরণ
তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ৮ দশমিক ৫ ডিগ্রিতে
তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ৮ দশমিক ৫ ডিগ্রিতে