আবদুস সালাম
দেশের স্বার্থে, গণতন্ত্র রক্ষায় সবাইকে সক্রিয় হতে হবে

দেশের স্বার্থ, গণতন্ত্র রক্ষায় এখনই সবাইকে সক্রিয় হওয়ার জন্যে বারিধারা হাউস সোসাইটির নেতৃবৃন্দদের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসনের বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
তিনি বলেন, এটা শুধু বিএনপির স্বার্থের প্রশ্ন নয় এটা দেশের অস্তিত্বের প্রশ্ন। এই মুহূর্তে সত্য কথা না বললে এবং মুখ লুকিয়ে রাখলে দেশ আরও বড় ক্ষতির মুখে পড়বে।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীতে বারিধারা হাউস সোসাইটির নেতৃবৃন্দদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আবদুস সালাম বলেন, বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি করা হচ্ছে, তার মূল উদ্দেশ্য বিএনপিকে ঠেকানো। যারা আজ এই ট্রেন থামাতে চায়, তারা কখনোই দেশের কল্যাণ বয়ে আনতে পারে না। এটি আরেকটি গভীর ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র থেকে দেশকে উদ্ধার করতে হলে সমাজের সচেতন ও প্রভাবশালী মানুষদের সামনে আসতেই হবে।
তিনি বলেন, ভোট দেওয়া শুধু একটি দায়িত্ব নয়, সমাজে যাদের অবস্থান ও গ্রহণযোগ্যতা আছে, তাদের আরও বড় দায়িত্ব রয়েছে। আপনারা সমাজে কথা বলেন, আপনাদের কথা মানুষ শোনে। আপনারা চুপ থাকলে ভবিষ্যতে সম্মান নিয়ে বাঁচার জায়গাও থাকবে না। তখন যারা দেশ চালাবে, তারা ডিকটেট করবে।
তারেক রহমান প্রসঙ্গে তিনি বলেন, তারেক রহমান সৌভাগ্যবান নন, বরং আপনারাই সৌভাগ্যবান যিনি আগামী দিনে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, তাঁর সঙ্গে আপনাদের এমন সরাসরি যোগাযোগের সুযোগ রয়েছে।
তিনি আরও বলেন, এই কনস্টিটুয়েন্সির সঙ্গে তারেক রহমানের গভীর আত্মিক সম্পর্ক রয়েছে। জন্মের পর থেকে পারিবারিকভাবে এখানকার সঙ্গে তাঁর সংযোগ রয়েছে। এমন সংযোগ বাংলাদেশের খুব কম নেতার রয়েছে।
আবদুস সালাম বলেন, তারেক রহমান আগের তারেক রহমান নন। তিনি এখন আরও পরিপক্ব, অভিজ্ঞ ও দৃঢ়। তাঁর রক্তে নেতৃত্ব রয়েছে যার বাবা ছিলেন রাষ্ট্রপতি, মা ছিলেন তিনবারের প্রধানমন্ত্রী। সবচেয়ে কঠিন সময় পার করা জিয়াউর রহমানের আদর্শ ও সংগ্রামের শিক্ষা তিনি ধারণ করেন।
তিনি বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরে বলেন, নারী শিক্ষা, নারীর ক্ষমতায়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়া যে ভূমিকা রেখেছেন, তা ইতিহাসে বিরল। সেই আদর্শই তারেক রহমান বহন করছেন।
আবদুস সালাম বলেন, বিএনপি ক্ষমতায় এলে তাৎক্ষণিক পরিবর্তন সম্ভব নয়। একটি দেশ ধ্বংস করতে ১৭ বছর লেগেছে। সেটি পুনর্গঠন করতে সময় লাগবে। এজন্য দরকার একটি স্থিতিশীল সরকার। স্থিতিশীল সরকার না হলে বৈদেশিক সম্পর্ক, অর্থনীতি, শিক্ষা ও সংস্কৃতি পুনরুদ্ধার সম্ভব নয়।
তিনি আরও বলেন, আজ ব্যবসা-বাণিজ্য ধ্বংসপ্রায়, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান দুর্বল। সারা বিশ্ব একটি নির্বাচিত সরকারের অপেক্ষায় আছে। কিন্তু তারা শুধু নির্বাচন নয়, একটি শক্তিশালী ও দায়িত্বশীল সরকার দেখতে চায়।
আওয়ামী লীগের শাসনামলে নিপীড়নের কথা তুলে ধরে তিনি বলেন, ১৭ বছরে বিএনপির অসংখ্য নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন কেউ চোখ হারিয়েছেন, কেউ পা হারিয়েছেন, কারও ব্যবসা কেড়ে নেওয়া হয়েছে। তবুও তারেক রহমান পরিষ্কার নির্দেশ দিয়েছেন কোনো প্রতিশোধ নয়, দখল নয়। আইন অনুযায়ী বিচার হবে।
ভোটের গুরুত্ব তুলে ধরে আবদুস সালাম বলেন, এই নির্বাচন বাংলাদেশের জন্য টার্নিং পয়েন্ট। ভুল হলে দেশ আরও অন্ধকারে চলে যাবে। সচেতন মানুষদের একবার বললেই হয়, কিন্তু যারা বিভ্রান্ত তাদের বুঝাতে হবে।
তিনি বলেন, আপনারা নিজেরাই উদ্যোগ নিন ভোটারদের ভোটকেন্দ্রে নেওয়ার ব্যবস্থা করুন। বিএনপি সহযোগিতা করবে, প্রয়োজনীয় লিফলেট, ভোটার তালিকা ও কাগজপত্র সরবরাহ করবে।
বিএনপির রাজনৈতিক দর্শন তুলে ধরে তিনি বলেন, বিএনপি কোনো উগ্র ডান বা বাম দল নয়। বিএনপি মুসলমান, হিন্দু, বৌদ্ধ, নারী-পুরুষ, পাহাড়ি সবার দল। এটাই বিএনপির শক্তি।
অন্য দলগুলোর সমালোচনা করে তিনি বলেন, “কিছু দল চায় বিএনপি জিতুক, কিন্তু দুর্বল সরকার হোক। যাতে পরে আবার অস্থিতিশীলতা সৃষ্টি করা যায়। তাই শুধু জয় নয় কত আসনে জয় হবে, সেটাই এই নির্বাচনের মূল বিষয়।
তিনি বলেন, এই মুহূর্তে সমাজের প্রভাবশালী মানুষদের সত্য কথা বলতে হবে। আজ আপনার একটি কথা ৫০০ মানুষের ভোটের সিদ্ধান্ত বদলে দিতে পারে। এই দায়িত্ব এড়ানোর সুযোগ নেই।
এ সময় বারিধারা হাউস সোসাইটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ






