টপ নিউজ
আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও সক্রিয়তা পর্যাপ্ত নয়
নিজস্ব প্রতিবেদক
১৬ জানুয়ারী ২০২৬, ০৭:০১ পি.এম.

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। ছবি-সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও সক্রিয়তা পর্যাপ্ত নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকালে রাজধানীর পুরান ঢাকা এলাকায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
আসিফ বলেন, এখনও কিশোর গ্যাং আর সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এ সময় ওসমান হাদি হত্যায় জড়িতসহ রাজনৈতিক নেতাদের ওপর হামলায় জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।
পরে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।
ভিওডি বাংলা/ এমএইচ







