• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সারিয়াকান্দি

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি    ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:৩০ পি.এম.
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল। ছবি: ভিওডি বাংলা

‎বাংলাদেশের গণতন্ত্র ও রাজনীতির এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বগুড়ার সারিয়াকান্দিতে এক আবেগঘন দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটে সারিয়াকান্দি প্রেস ক্লাবের উদ্যোগে প্রেস ক্লাব মিলনায়তনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

‎সারিয়াকান্দি প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামানের সভাপতিত্বে এবং সাংবাদিক আব্দুল লতিফের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নূরের আজম বাবু। 

তিনি তার বক্তব্যে বলেন, ‘বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন। জাতির এই সংকটময় সময়ে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া করা আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব।’

‎দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল, সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শুভ, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সী, উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম নিশান, জাতীয় অনলাইন প্রেস ক্লাবের সভাপতি রহিদুর রহমান মিলন, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান জাহিদ, মডেল প্রেস ক্লাবের সাংবাদিক সামিউল ইসলাম সনি, হারুনুর রশিদ হারুন, জাফরুল সাদিক, সারিয়াকান্দি প্রেস ক্লাবের সদস্য আমিনুল ইসলাম হিরুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

‎অনুষ্ঠানের শেষ পর্যায়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং মানুষের সার্বিক কল্যাণ কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। পুরো আয়োজনটি ছিল শোক, শ্রদ্ধা ও আবেগঘন পরিবেশে পরিপূর্ণ।

ভিওডি বাংলা/ ‎মোঃ মনিরুজ্জামান জাহিদ/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মধুপুরে গভীর রাত পর্যন্ত জাতীয় পার্টি জনসংযোগ
নির্বাচনী মাঠে সক্রিয় মধুপুরে গভীর রাত পর্যন্ত জাতীয় পার্টি জনসংযোগ
বিএনপির সাবিরা সুলতানা মুন্নীর প্রার্থিতা স্থগিত
যশোর-২ আসন বিএনপির সাবিরা সুলতানা মুন্নীর প্রার্থিতা স্থগিত
মাদ্রাসার জরাজীর্ণ টিনের ঘরে লেখাপড়া
ঝুঁকিতে শিশু শিক্ষার্থীরা মাদ্রাসার জরাজীর্ণ টিনের ঘরে লেখাপড়া