ময়মনসিংহ-৩ আসন
সম্পদে এগিয়ে ইকবাল, মামলায় শীর্ষে তায়েবুর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে দাখিল করা হলফনামা অনুযায়ী সম্পদের পরিমাণে বিএনপি মনোনীত প্রার্থী এম ইকবাল হোসেইন এগিয়ে থাকলেও মামলার সংখ্যায় শীর্ষে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী আহমেদ তায়েবুর রহমান হিরন।
নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা যায়, বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী এম ইকবাল হোসেইন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। তিনি পেশায় একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ও ব্যবসায়ী। সর্বশেষ আয়কর রিটার্ন অনুযায়ী তার ব্যবসায়িক সম্পদের পরিমাণ ২ কোটি ৮৬ লাখ ৫৫ হাজার ৩২৯ টাকা। তার মালিকানাধীন জমির পরিমাণ ৩ দশমিক ৫ একর, যা পৈতৃক সূত্রে প্রাপ্ত। এছাড়া উপহার হিসেবে প্রাপ্ত স্বর্ণের পরিমাণ ৭৩ দশমিক ৬ ভরি।
হলফনামায় উল্লেখ করা হয়, ২০১৩ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত এম ইকবাল হোসেইনের বিরুদ্ধে মোট পাঁচটি মামলা দায়ের হয়। এসব মামলায় তিনি ২০২৫ সালে সরকারি আদেশে খালাস পান।
অন্যদিকে, একই আসনে বিএনপির মনোনয়ন না পেয়ে পরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কৃত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আহমেদ তায়েবুর রহমান হিরন। তিনি পেশায় একজন কৃষক।
তার দাখিল করা হলফনামা অনুযায়ী, সর্বশেষ আয়কর রিটার্নে তার মোট ব্যবসায়িক সম্পদের পরিমাণ ২৯ লাখ ৪৭ হাজার টাকা। জমির পরিমাণ ১ দশমিক ৯৬ একর, যা পৈতৃক সূত্রে এবং উপহার হিসেবে প্রাপ্ত। এছাড়া তার কাছে রয়েছে ৩০ ভরি স্বর্ণ।
মামলার তথ্যে দেখা যায়, ২০০১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত আহমেদ তায়েবুর রহমান হিরনের বিরুদ্ধে মোট ৪৮টি মামলা দায়ের হয়। এর মধ্যে ২০২৫ সালে ১২টি মামলাসহ মোট ৪১টি মামলায় তিনি খালাস পেলেও বর্তমানে সাতটি মামলা বিচারাধীন রয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ময়মনসিংহ-৩ আসনে দুই প্রার্থীর সম্পদ ও মামলার তথ্য ভোটারদের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
ভিওডি বাংলা/ মোঃ হুমায়ুন কবির/ আ







