আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাব: ইবিতে বিক্ষোভ

শহিদ ওসমান হাদির বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। শুক্রবার (১৬ জানুয়ারি) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও সংলগ্ন মহাসড়ক প্রদক্ষিণ শেষে প্রধান এসে ফটকে সমবেত হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।
এসময় তারা ইবি শিক্ষার্থী সাজিদ হত্যার বিচারের দাবিতে আগামী রবিবার প্রশাসন ভবন ঘেরাও কর্মসূচি ঘোষনা দেন তারা।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের, “দিন দুুপুরে মানুষ মরে, ইন্টেরিম কী করে? তুমি কে, আমি কে — হাদি হাদি; ইনকিলাব জিন্দাবাদ, হাদি হত্যার বিচার চাই; হাদি ভাইয়ের রক্ত বিথা যেতে দেব না; উই ওয়ান্ট জাস্টিস; দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা; আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাব” ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, যে বিপ্লবী এদেশের সার্বভৌমত্ব রক্ষায় জীবন দিল, একমাস পরেও তারা বিচাদের দাবিতে আমাদের আন্দোলন করতে হচ্ছে। একজন বিপ্লবীকে হত্যা করা হলো কিন্তু পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। আমাদের মনে হচ্ছে সরিষার মধ্যেই ভূত আছে।
তারা আরো বলেন, ‘কোনো একটি কালো শক্তির কারণে সরকারসহ প্রশাসন এই বিচার করতে ব্যর্থ হচ্ছে। যখনই আমারা এই নিয়ে আন্দোলন-সংগ্রাম করছি, আমাদের আশাব্যঞ্জক কথা বলে বারবারই হতাশ করা হচ্ছে। হাদি হত্যার বিচার যে আইনি প্রক্রিয়ায় আগাচ্ছে সেখানে শুধু মাত্র শুটার ফয়সালসহ আওয়ামী লীগের সামান্য এক ওয়ার্ড কাউন্সিলর কে নির্দেশদাতা বলে চিহ্নিত করা হয়েছে। কিন্তু এর পেছনে কত বড় চক্র জড়িত সেটা আমাদের থেকে আড়াল করা হচ্ছে। কোন শক্তির কারণে আড়াল করা হচ্ছে, আমরা সেটা জানতে চাই। আমরা হাদি হত্যার বিচার চাই।’
শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক-সম্পাদক জাকারিয়া হোসাইন বলেন, ‘ইতিহাসে হাজারও হাদি শহিদ হয়, কিন্তু তার চেতনা হাদির উত্তরসূরীরা যুগ যুগ ধরে,ধরে রাখে। আমরা এ বাংলায় কোন আধিপত্যবাদী শক্তি মেনে নিব না, কোনো বিদেশি শক্তির তাবেদার হতে দিব না। এখানে কোনো কালচারাল বা গণমাধ্যম ফ্যাসিস্ট বিন্দুমাত্র সহ্য করব না। আমরা হাদি হত্যার বিচার চাই।’
এসময় সাবেক সহ-সমন্বয়ক তানভীর মন্ডল বলেন, ‘খুনী দেশে বা বিদেশে থাকুক, নির্বাচনের আগেই হাদি হত্যার বিচার নিশ্চিত করতে হবে। নতুবা এই আন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টাদের আমরা ঘুমাতে দিব না।’
সাজিদ হত্যার বিচারের বিষয়ে তিনি বলেন, সাজিদ হত্যার ছয় মাস অতিবাহিত হয়েগেছে কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখনো আলোর দিশা দেখাতে পারেনি। বর্তমান উপাচার্য থাকা অবস্থায় সাজিদ হত্যার বিচার হতে হবে, এই ভিসি যদি ঢাকা চলে যায়, পরবর্তীতে কোনো ভিসি এই হত্যার দায় নিবে না। এই প্রশাসন থাকা অবস্থায় সাজিদ হত্যার বিচার আদায় করে নিতে হবে। প্রয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তিনজনই আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টা কাছে যাবে তাও এই নির্বাচনের আগেই সাজিদ হত্যার বিচারের ফয়সালা তাদের করে আনতে হবে।
ভিওডি বাংলা/ মো. সামিউল ইসলাম/ আ







