ওসমানীনগরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১০

সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে ওসমানীনগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের একটি অংশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহন ও ইউনিক পরিবহনের সঙ্গে গাইবান্ধা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় দুটি বাসই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয় এবং বাসগুলোর ভেতরে থাকা আরও অন্তত ১০ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য আতঙ্ক ও যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনায়েম মিয়া গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক রাখার ব্যবস্থা নেয়। বর্তমানে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
ভিওডি বাংলা/জা







