• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পরিচ্ছন্ন ঢাকা গড়তে শ্রমজীবীদের অবদান অনস্বীকার্য: আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক    ১৭ জানুয়ারী ২০২৬, ১০:০৭ এ.এম.
কেরাণীগঞ্জ বেলনা রিসোর্টে ডিএসসিসি পরিবহন শ্রমিক ইউনিয়নের বনভোজন উদ্বোধনে বক্তব্য দিচ্ছেন আবদুস সালাম-ছবি-ভিওডি বাংলা

ঢাকা মহানগরীর পরিচ্ছন্নতা ও আধুনিকায়নে শ্রমজীবী মানুষের নিরলস পরিশ্রমের কথা তুলে ধরে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, তাদের এই কষ্টসাধ্য কাজের কারণেই নগরবাসী একটি পরিচ্ছন্ন ঢাকা পায়।

শনিবার (১৭ জানুয়ারি) কেরাণীগঞ্জ বেলনা ইকো রিসোর্ট ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিবহন চালক ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর  বার্ষিক বনভোজন ২০২৬ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, “আমি বিশ্বাস করি, আজকের এই একটি দিনের জন্য হলেও আপনারা পরিবার-পরিজন নিয়ে আনন্দ করবেন।  আগামী কয়েক মাস আবার ভালোভাবে কাজ করতে পারবেন।

তিনি বলেন, “আপনারা যে কাজটা করেন, সেটা অনেক কষ্টের। কিন্তু আমরা অনেক সময় তা বুঝতে পারি না, ফলে আপনাদের পরিশ্রম আমাদের চোখে পড়ে না। অথচ আপনাদের এই কাজের কারণেই ঢাকা শহর পরিচ্ছন্ন থাকে এবং নগরবাসী অন্তত একটি পরিষ্কার ঢাকা পায়।

আগামী দিনের প্রত্যাশা ব্যক্ত করে তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, আগামী দিনে এই ঢাকা মহানগরী আরও আধুনিক হবে এবং আপনাদের সুযোগ-সুবিধা আরও বাড়বে, যাতে আপনারা মন দিয়ে ভালোভাবে কাজ করতে পারেন।

তিনি দোয়া কামনা করে বলেন, “ইনশাল্লাহ আজকের এই আয়োজন শুভ হোক, সফল হোক। এরপর তিনি অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নতুন রাজনৈতিক প্লাটফর্ম এনপিএ’র আত্মপ্রকাশ
নতুন রাজনৈতিক প্লাটফর্ম এনপিএ’র আত্মপ্রকাশ
আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও সক্রিয়তা পর্যাপ্ত নয়
আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও সক্রিয়তা পর্যাপ্ত নয়
দেশের স্বার্থে, গণতন্ত্র রক্ষায় সবাইকে সক্রিয় হতে হবে
আবদুস সালাম দেশের স্বার্থে, গণতন্ত্র রক্ষায় সবাইকে সক্রিয় হতে হবে