• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আগামী নির্বাচন অত্যন্ত ক্রিটিক্যাল: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ১৭ জানুয়ারী ২০২৬, ১০:৪৯ এ.এম.
সিরাজগঞ্জে গণভোট ও ভোটার সচেতনতা কর্মসূচির উদ্বোধনে বক্তব্য রাখছেন ড. সালেহউদ্দিন আহমেদ-ছবি-ভিওডি বাংলা

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, অতীতেও দেশে নির্বাচন হয়েছে, তবে আসন্ন নির্বাচনটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য করার বিষয়টি শুধু দেশের জনগণ নয়, আন্তর্জাতিক মহলও গভীরভাবে পর্যবেক্ষণ করছে। পাশাপাশি এই নির্বাচনের সঙ্গে গণভোট ও প্রয়োজনীয় সংস্কারের বিষয়টি জড়িত থাকায় এর গুরুত্ব আরও বেড়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা প্রশাসন আয়োজিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’-এর মাধ্যমে গণভোট প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, “আগামী ১২ তারিখের নির্বাচন খুবই ক্রিটিক্যাল। আমরা নিজেরা যেমন একটি স্বচ্ছ নির্বাচন চাই, তেমনি বিদেশিরাও এদিকে তাকিয়ে আছেন। এ নির্বাচনের সঙ্গে গণভোট এবং সংস্কারের প্রশ্নও যুক্ত রয়েছে।” তিনি আরও বলেন, দেশের মানুষ যথেষ্ট সচেতন এবং দেশের কল্যাণে কোন সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন, সেটি জনগণই নির্ধারণ করবে।

গণভোট প্রসঙ্গে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, যেসব ক্ষেত্রে সংস্কার জরুরি, সেগুলো বাস্তবায়নের জন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া প্রয়োজন। দেশের মঙ্গলের জন্য জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, “আমরা কিছু কাজ শুরু করেছি, কিন্তু শেষ করতে পারিনি। সবকিছুই শুরু করা হয়েছে জনগণের কল্যাণের জন্য। অতীতে দেখা গেছে, কেউ কোনো ভালো উদ্যোগ নিলে পরবর্তী সরকার এসে তা বাতিল করে দেয়। আশা করি, ভবিষ্যতে যে সরকারই আসুক, তারা যেন ভালো কাজগুলো অব্যাহত রাখে এবং দেশকে এগিয়ে নিয়ে যায়।”

বাংলাদেশের সম্ভাবনার কথা উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, “আমাদের দেশে অনেক সম্ভাবনা রয়েছে। সঠিক পরিকল্পনা ও ধারাবাহিকতা বজায় রাখতে পারলে আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে পারতাম।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।

এ ছাড়া অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, জেলার নয়টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। কর্মসূচির মাধ্যমে গণভোট ও নির্বাচনে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত ব্যবস্থাপত্র তদন্ত হওয়া প্রয়োজন
ডা. এফএম সাত্তার খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত ব্যবস্থাপত্র তদন্ত হওয়া প্রয়োজন
যুক্তরাজ্য মিশনে নিয়োগ পেলেন ওসমান হাদির ভাই ওমর
যুক্তরাজ্য মিশনে নিয়োগ পেলেন ওসমান হাদির ভাই ওমর
পাবনা-১ ও ২ আসনে নতুন তফসিল
নির্বাচন ১২ ফেব্রুয়ারি পাবনা-১ ও ২ আসনে নতুন তফসিল