বিপিএলে ২শ’ রান না হওয়ার ব্যাখ্যা দিলেন ইমন

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এখন পর্যন্ত কোনো দল ২০০ রানের ইনিংস খেলতে না পারা নিয়ে চলছে আলোচনা। এই প্রসঙ্গে নিজের মতামত জানিয়েছেন সিলেট টাইটান্সের ব্যাটার পারভেজ হোসেন ইমন। উইকেটের আচরণ ও ভেন্যু ব্যবস্থাপনাকেই মূল কারণ হিসেবে দেখছেন তিনি।
চলতি বিপিএলে সিলেট টাইটান্সের হয়ে খেলছেন ইমন। এবারের আসরে তাকে দেখা যাচ্ছে ভিন্ন ভিন্ন ভূমিকায়। শুধু ব্যাটিং নয়, দীর্ঘদিন পর উইকেটকিপিংয়েও দায়িত্ব পালন করছেন তিনি। পাশাপাশি ব্যাটিং অর্ডারেও পরিবর্তন এসেছে। প্রথম পাঁচ ম্যাচে চার নম্বরে ব্যাট করার পর পরবর্তী ম্যাচগুলোতে ওপেনিংয়ে নামছেন এই বাঁহাতি ব্যাটার।
গতকাল (শুক্রবার) এক সংবাদ সম্মেলনে নিজের ভূমিকা নিয়ে ইমন বলেন, ‘আমি আসলে মাইন্ডসেটের দিকেই বেশি গুরুত্ব দিচ্ছি। প্রথম পাঁচ ম্যাচে চার নম্বরে খেলেছি, এরপর ওপেনিংয়ে খেলছি। দুই জায়গাতেই খেলার অভিজ্ঞতা হয়েছে, যেটা আমার জন্য ভালো। নিজের খেলায় উন্নতি করার সুযোগ পাচ্ছি।’
উইকেটকিপিং প্রসঙ্গে ইমন জানান, অনেক দিন পর নিয়মিত কিপিং করছেন এবং বিষয়টি তিনি বেশ উপভোগ করছেন।
‘আমি কিপিংটা এনজয় করছি। ডিআরএস নেওয়ার সময় ক্যাপ্টেনের সঙ্গে আলোচনা হয়। শেষ সিদ্ধান্ত থাকে বোলারের। অনেক দিন পর কিপিং করছি, তাই এটা আমার জন্য ভালো সুযোগ। আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে ভালোই লাগছে।’
রান তাড়া নিয়ে কথা বলতে গিয়ে ইমন বলেন, সিলেটে লক্ষ্য তাড়া করা খুব একটা কঠিন ছিল না। তবে দ্বিতীয় ইনিংসে উইকেটের আচরণ বদলে যাওয়ায় ব্যাটিং কিছুটা চ্যালেঞ্জিং হয়ে উঠেছিল।
‘এই রান তাড়া করা খুব কঠিন ছিল না। তবে সেকেন্ড হাফে উইকেট একটু ভিন্ন আচরণ করছিল। বল প্রথম ইনিংসের তুলনায় একটু বেশি বাউন্স করছিল। এক-দুটি বাউন্ডারি হলে কাজটা আরও সহজ হয়ে যেত।’
মঈন আলী আউট হওয়ার আগ পর্যন্ত ম্যাচ জয়ের পূর্ণ আত্মবিশ্বাস ছিল বলেও জানান ইমন।
‘মঈন থাকা পর্যন্ত পুরো কনফিডেন্স ছিল। যেভাবে খেলছিল, তাতে মনে হচ্ছিল ম্যাচটা আমাদের দিকেই যাচ্ছে। আমাদের বোলাররাও এটা করতে পারত। সমস্যা নেই, পরের ম্যাচে পারবে।’
মঈন আলীকে উপরের দিকে ব্যাটিংয়ে পাঠানো প্রসঙ্গে ইমন বলেন, এটি পুরোপুরি টিম ম্যানেজমেন্টের পরিকল্পনার অংশ।
‘টিমের একটা নির্দিষ্ট প্ল্যান থাকে। মঈন অনেক অভিজ্ঞ খেলোয়াড়, এর আগেও এমন অনেক ম্যাচ জিতিয়েছে। দল যাকে যেখানে প্রয়োজন, সেখানেই পাঠাচ্ছে।’
এলিমিনেটর ম্যাচ নিশ্চিত হলেও হারলেই টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হবে সিলেটকে। এই চাপের কথা মাথায় না রেখে স্বাভাবিক খেলায় মনোযোগ দিতে চান ইমন।
‘নকআউট ম্যাচে অতিরিক্ত চাপ নিলে পরিস্থিতি আরও কঠিন হয়ে যায়। আমরা চেষ্টা করব নরমাল প্রসেস অনুযায়ী খেলতে। জয়ের মাইন্ডসেট সবসময়ই থাকতে হবে।’
পুরো বিপিএলে একবারও ২০০ রান না হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ইমন বলেন, সিলেটে এক উইকেটে টানা অনেক ম্যাচ হওয়ায় উইকেটের চরিত্র বদলেছে।
‘সিলেটে অনেক ম্যাচ হয়েছে। একই উইকেটে বারবার খেলা হলে আচরণ বদলায়। কখনো প্রথম ইনিংসে একরকম, দ্বিতীয় ইনিংসে আরেকরকম হয়েছে। তাই দুইশ রান করা কঠিন ছিল।’
তিনি আরও যোগ করেন, তিনটি ভেন্যুতে খেলা হলে উইকেট ব্যবস্থাপনা আরও ভালো করা যেত।
‘তিন ভেন্যুতে খেলা হলে উইকেট প্রস্তুত করা সহজ হয়। সিলেটে এত ম্যাচ খেলার কারণে শেষদিকে উইকেট সাপোর্ট করছিল না। তবে সবারই ২০০ করার সামর্থ্য আছে। আগে হয়েছে, এবার হয়নি-এটাই পার্থক্য।’
ভিওডি বাংলা/জা







