চকপাঠকে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ

শেরপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এই কর্মসূচির আয়োজন করেছে চকপাঠক বায়তুল নূর কল্যাণ সমাজ।
শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) বাদ মাগরিব শহরের চকপাঠক এলাকায় রাশেদুল হোসেন ডিয়ার মার্কেটে অবস্থিত সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রাশেদুল হোসেন ডিয়ার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও উপদেষ্টার ভূমিকায় উপস্থিত ছিলেন ঢাকা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এডভোকেট মো. জহিরুল হাসান মুকুল। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মো. ডিয়ার রাশেদুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রভাবশালী স্থানীয় ব্যক্তিবর্গ যেমন এডভোকেট আলহাজ্ব মো. মোকলেছুর রহমান (জীবন), সালাউদ্দিন আহমেদ ভূট্টো, আলহাজ্ব মো. ফজলে আজীম পারভেজ, মোখলেছুর রহমান, আজাহার আলী বিএসসি, মো. হেলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মনসুর আলী ও আ. রশিদ। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তি মো. মাহবুব আলম মাহা, আনোয়ার হোসেন আনার, মো. তজি মিয়া, আমিনুল ইসলাম হানিফ, মো. জাহিদ হাসান টিটু এবং কৃষিবিদ পারভেজ।
দোয়া মাহফিলে বিশেষভাবে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়া দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণের জন্য প্রার্থনা করা হয়।
অনুষ্ঠান শেষে সমাজের পক্ষ থেকে স্থানীয় অসহায় ও দুস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়, যা তাদের শীতকালীন দুর্যোগে সহায়তা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
চকপাঠক বায়তুল নূর কল্যাণ সমাজের এই উদ্যোগ স্থানীয় সমাজে মানবিক সহায়তা ও সামাজিক দায়িত্ববোধের এক সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছে।
ভিওডি বাংলা/জা







