শেরকোল শিমলা বাজারে জামে মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন

রাজশাহীর বাগমারা উপজেলায় শেরকোল শিমলা বাজারে নতুন জামে মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানটি সোনাডাঙ্গা ইউনিয়নের শেরকোল শিমলা নবীণ সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয়। নবীণ সংঘের সকল সদস্যদের উপস্থিতিতে মসজিদ নির্মাণের শুভ উদ্বোধন সম্পন্ন হয়।
শেরকোল শিমলা নবীণ সংঘ জনকল্যাণমুখী কাজের জন্য সুপরিচিত। নবীন সংঘের সভাপতি ওবায়দুর রহমান রুবেল এবং সিনিয়র সহ-সভাপতি মো. সাজ্জাদ হোসেন চাচাসহ সকল সদস্যরা মসজিদ নির্মাণ প্রকল্পে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। নবীণ সংঘের সক্রিয়তা প্রমাণ করে যে, তারা ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক কাজের ক্ষেত্রে সুনির্দিষ্ট ভূমিকা পালন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, “যে ইউনিফর্ম আমাদের গায়ে, তার দাম কম হলেও এতে অসংখ্য জনকল্যাণমূলক কাজের চিহ্ন রয়েছে। মসজিদ নির্মাণে এই সহযোগিতা আমাদের এলাকার জন্য এক দৃষ্টান্ত হয়ে থাকবে।”
মসজিদ নির্মাণের এই প্রকল্পে স্থানীয়দের সহযোগিতা কামনা করা হয় এবং সকলের প্রতি দোয়া করা হয় যেন মহান আল্লাহ আমাদের সকলকে রহমত বর্ষণ করুন। বক্তারা আরও বলেন, যারা কাজ করতে জানে, তারা সংগঠনের স্বার্থে এবং জনকল্যাণের জন্য যেকোনও দায়িত্ব গ্রহণ করতে পারে।
শেরকোল শিমলা নবীণ সংঘের ধারাবাহিক উদ্যোগ ও প্রচেষ্টার মাধ্যমে এ অঞ্চলে ধর্মীয় ও সামাজিক উন্নয়নমূলক কাজের একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। নতুন মসজিদটি স্থানীয়দের জন্য এক কেন্দ্রবিন্দু হয়ে উঠবে, যা ধর্মচর্চা, সামাজিক মিলন ও সম্প্রদায়ের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সকল উপস্থিতরা মসজিদ নির্মাণে তাদের অবদান ও সহযোগিতার জন্য নবীণ সংঘকে ধন্যবাদ জানায় এবং ভবিষ্যতে আরও উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।
ভিওডি বাংলা-মো. মহিবুল ইসলাম রনি/জা







