• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সঠিক ইতিহাস চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে: ইশরাক

নিজস্ব প্রতিবেদক    ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:০৫ পি.এম.
আহসান মঞ্জিলে নওয়াব সলিমুল্লাহর ১১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠান বক্তব্য দেন ইশরাক-ছবি-ভিওডি বাংলা

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানী ঢাকার সার্বিক উন্নয়নে নবাব স্যার খাজা সলিমুল্লাহ ও তাঁর পরিবারের অবদান নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকা-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। একটি জাতির মেরুদণ্ড হচ্ছে তার শিক্ষা ব্যবস্থা, আর বাংলাদেশের শিক্ষার মূল কেন্দ্রবিন্দু হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অনস্বীকার্য।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর আহসান মঞ্জিলে নওয়াব স্যার সলিমুল্লাহর জন্ম-মৃত্যু বার্ষিকীর জাতীয় উদ্যাপন কমিটির উদ্যোগে নওয়াব স্যার খাজা সলিমুল্লাহ বাহাদুরের ১১১তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, ঢাকার আধুনিক নগরায়ণের পেছনে খাজা পরিবারের অবদান অত্যন্ত গভীর। ১৮৭৪ সালের ৬ আগস্ট ঢাকায় ‘ঢাকা ওয়াটার ওয়ার্কস’ প্রতিষ্ঠা করা হয় খাজা আব্দুল গনির অর্থায়নে, যা আজকের ওয়াসার ভিত্তি। একইভাবে ঢাকায় বিদ্যুৎ ব্যবস্থার প্রাথমিক উদ্যোগও গ্রহণ করেছিলেন এই পরিবার।

তিনি উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় ঐতিহাসিক ভূমিকা রয়েছে নবাব স্যার খাজা সলিমুল্লাহর। অথচ দুঃখজনকভাবে আমাদের শিক্ষাব্যবস্থায় এই ইতিহাস যথাযথভাবে তুলে ধরা হয়নি। 

তিনি বলেন, “আমরা যদি নিজেদের ইতিহাস, সংস্কৃতি ও অবদান না জানি, তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নেওয়া সম্ভব নয়।

ইশরাক হোসেন অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ইতিহাসকে রাজনৈতিকভাবে বিকৃত করা হয়েছে এবং যাদের যথাযথ সম্মান পাওয়ার কথা ছিল, তাদের অবমূল্যায়ন করা হয়েছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে সঠিক ইতিহাস চর্চা ও ন্যায্য মূল্যায়ন নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, নবাব স্যার খাজা সলিমুল্লাহর শিক্ষা, সমাজসেবা ও নগর উন্নয়নের যে আদর্শ, তা বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করে ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে ধরতে হবে। খাজা পরিবার তাদের বিপুল সম্পত্তি জনগণের কল্যাণে দান করেছেন যার অবদান আজকের ঢাকা ও বাংলাদেশের ভিত্তি নির্মাণে গুরুত্বপূর্ণ।

ইশরাক হোসেন তার প্রয়াত পিতা সাবেক মেয়র মরহুম সাদেক হোসেন খোকার উদ্যোগের কথাও স্মরণ করেন। তিনি জানান, ২০০৩ সালে একটি গবেষণা কমিটি গঠন করা হয়েছিল, যার মাধ্যমে নবাব স্যার খাজা সলিমুল্লাহ বিষয়ে গুরুত্বপূর্ণ গবেষণামূলক তথ্যসমৃদ্ধ একটি পুস্তক প্রকাশিত হয়। 

নির্বাচনে জয়-পরাজয় থাকবেই, তবে যদি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দায়িত্ব পাওয়ার সুযোগ আসে এবং আমাদের দল সরকার গঠন করতে পারে, তাহলে ঢাকার ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ এবং সঠিকভাবে উপস্থাপনে আমরা দৃঢ় পদক্ষেপ নেব বলে জানান তিনি।

ঢাকায় জন্ম নেওয়া একজন সন্তান হিসেবে শহরের ইতিহাস নিয়ে গর্ব করার আহ্বান জানিয়ে ইশরাক হোসেন বলেন, আমাদের নিজেদের ইতিহাসকে অবহেলা করে অন্য দেশের ইতিহাস নিয়ে গর্ব করা উচিত নয়। বরং নবাব স্যার খাজা সলিমুল্লাহর মতো ব্যক্তিত্বদের অবদান দেশে-বিদেশে আন্তর্জাতিকভাবে তুলে ধরার উদ্যোগ নিতে হবে।

তিনি জনগণের সামনে প্রতিশ্রুতি দিয়ে বলেন, “আমাদের ইতিহাস ও সংস্কৃতির সঠিক চর্চা নিশ্চিত করতে আমরা কাজ করব। যাঁদের যে সম্মান প্রাপ্য, তাদের সেই সম্মান দেওয়া হবে ইনশাআল্লাহ।

নওয়াব স্যার সলিমুল্লাহ্ বাহাদুর এর প্রপৌত্র খাজা হাবিবুল্লাহ্ হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা ৭ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক চেয়ারম্যান, ড. শরীফ উদ্দিন, নওয়াব স্যার সলিমুল্লাহ্ বাহাদুরের নাতি খাজা আহসান উল্লাহ্ সানি, নওয়াব স্যার সলিমুল্লাহ্ বাহাদুরের প্রপৌত্র খাজা সাইফুল্লাহ্, নবাব স্যার সলিমুল্লাহর জন্ম-মৃত্যু বার্ষিকীর জাতীয় উদ্যাপন কমিটি সভাপতি ড. মো. আলমগীর ও মহাসচিব হাজী মো. ফরহাদ রানা সহ প্রমুখ।

ভিওডি বাংলা-সবুজ/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তরুণদের সম্পৃক্ত করে পরিচ্ছন্ন ঢাকা-৯ আসন গড়ার প্রত্যয় হাবিবের
তরুণদের সম্পৃক্ত করে পরিচ্ছন্ন ঢাকা-৯ আসন গড়ার প্রত্যয় হাবিবের
যারা খালেদার পাশে ছিল না, তারা এখন রং বদলাচ্ছে: ফারুক
যারা খালেদার পাশে ছিল না, তারা এখন রং বদলাচ্ছে: ফারুক
সুষ্ঠু নির্বাচন না হলে দেশ ও জনগণ চরম সংকটে পড়বে: দুদু
সুষ্ঠু নির্বাচন না হলে দেশ ও জনগণ চরম সংকটে পড়বে: দুদু