• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পুনর্মিলনীতে এসে বাকৃবির সাবেক শিক্ষার্থীর মৃত্যু

বাকৃবি প্রতিনিধি    ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:৫৪ পি.এম.
আবু সাদাত সায়েম। সংগৃহীত ছবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পুনর্মিলনী অনুষ্ঠান চলাকালীন সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন সাবেক কৃষি অনুষদের শিক্ষার্থী আবু সাদাত সায়েম।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবির ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মাহমুদুল হাসান শিকদার।

মরহুম আবু সাদাত সায়েম বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তার এই আকস্মিক মৃত্যুতে দুই দিনব্যাপী মিলনমেলা আনন্দ থেকে গভীর শোকে রূপ নিয়েছে।

অধ্যাপক ড. মো. মাহমুদুল হাসান শিকদার বলেন, তার আকস্মিক মৃত্যুতে রিইউনিয়নের আনন্দঘন পরিবেশ মুহূর্তেই শোকে স্তব্ধ হয়ে গিয়েছে। তার এই অকাল প্রয়াণে সহপাঠী, শুভাকাঙ্ক্ষী ও বিশ্ববিদ্যালয় পরিবারের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বন্ধু হিসেবে আবু সাদাত সায়েম ছিলেন অত্যন্ত ভদ্র, আন্তরিক ও সবার প্রিয়। আমরা তার রুহের মাগফিরাত ও একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

ভিওডি বাংলা/ আরাফাত হোসাইন/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মা-মেয়েকে হত্যা করে ২১ দিন লাশের সঙ্গে বসবাস
দেশজুড়ে শক: মা-মেয়েকে হত্যা করে ২১ দিন লাশের সঙ্গে বসবাস
শেরকোল শিমলা বাজারে জামে মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন
শেরকোল শিমলা বাজারে জামে মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন
চকপাঠকে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ
চকপাঠকে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ