রাজবাড়ীতে কমরেড অমল সেনের ২৩তম স্মরণ সভা অনুষ্ঠিত

কমিউনিস্ট নেতা ও শ্রমজীবী মানুষের অধিকার আন্দোলনের অগ্রদূত কমরেড অমল সেনের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে ওয়ার্কার্স পার্টি রাজবাড়ী জেলা কার্যালয়ে এ স্মরণ সভার আয়োজন করা হয়।
ওয়ার্কার্স পার্টি রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন দলের জেলা সভাপতি কমরেড জ্যোতি শংকর ঝন্টু।
সভায় বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টি রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড অরুণ কুমার সরকার, কৃষক সমিতি রাজবাড়ী জেলা শাখার সভাপতি কমরেড ছোলেমান আলী দলু, জাতীয় ফেডারেশন রাজবাড়ী জেলা শাখার সভাপতি কমরেড এনায়েত আলী, জেলা কমিটির সদস্য কমরেড তাপস দত্ত, রাজবাড়ী সরকারি কলেজের সাবেক ভিপি অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক এবং সাবেক জিএস অ্যাডভোকেট আরব আলী।
স্মরণ সভায় বক্তারা বলেন, কমরেড অমল সেন ছিলেন শোষণ, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে আজীবন সংগ্রামী এক আপসহীন নেতা। তিনি শ্রমজীবী মানুষ, কৃষক ও মেহনতি জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে গেছেন। তার রাজনৈতিক জীবন ছিল ত্যাগ, সততা ও আদর্শনিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
তারা আরও বলেন, বর্তমান সমাজব্যবস্থায় বৈষম্য ও অন্যায় ক্রমেই বাড়ছে। এই বাস্তবতায় কমরেড অমল সেনের আদর্শ, চিন্তাধারা ও সংগ্রামের পথ আজও অত্যন্ত প্রাসঙ্গিক। তাঁর জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলনকে আরও সংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানান বক্তারা।
স্মরণ সভায় ওয়ার্কার্স পার্টি, কৃষক সমিতি ও বিভিন্ন গণসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/ কামাল হোসেন/ আ







