• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুমিল্লা-৪ আসন

বিএনপির প্রার্থী মঞ্জুরুলের মনোনয়নপত্র বাতিল

নিজস্ব প্রতিবেদক    ১৭ জানুয়ারী ২০২৬, ০৫:২২ পি.এম.
কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঋণ খেলাপির অভিযোগের ভিত্তিতে তার মনোনয়ন বাতিল করা হয়।

শনিবার (১৭ জানুয়ারি) বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে শুনানি শেষে এই সিদ্ধান্তের কথা জানায় ইসি।

এর আগে একই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ ঋণ খেলাপির অভিযোগ তুলে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন কেন বাতিল করা হবে না—এ মর্মে নির্বাচন কমিশনে আপিল করেন।

অন্যদিকে, হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে মঞ্জুরুল আহসান মুন্সীর করা আবেদন শনিবার নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধ থাকছে।

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি হাসনাতের মনোনয়ন বাতিলের আবেদন করেছিলেন মঞ্জুরুল আহসান মুন্সী।

এদিকে মঞ্জুরুল আহসান মুন্সী বর্তমানে ঋণ খেলাপি হিসেবেই বিবেচিত। তার নাম স্থগিত করে জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গত বুধবার (১৪ জানুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুবের আদালত এ আদেশ দেন। এই অবস্থায় আইন অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই তার।

তবে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানিতে আইনজীবী জানান, মঞ্জুরুল আহসান মুন্সী ঋণ পুনঃতফসিল করেছেন। ফলে রুল নিষ্পত্তি হলে তিনি দ্রুত ঋণ খেলাপির তালিকা থেকে মুক্ত হতে পারেন বলে আশা প্রকাশ করা হয়।

আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার। অপরপক্ষে ছিলেন আইনজীবী সাইফুল্লাহ মামুন।

ভিওডি বাংলা/ এনআর/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজবাড়ীতে কমরেড অমল সেনের ২৩তম স্মরণ সভা অনুষ্ঠিত
রাজবাড়ীতে কমরেড অমল সেনের ২৩তম স্মরণ সভা অনুষ্ঠিত
পুনর্মিলনীতে এসে বাকৃবির সাবেক শিক্ষার্থীর মৃত্যু
পুনর্মিলনীতে এসে বাকৃবির সাবেক শিক্ষার্থীর মৃত্যু
মা-মেয়েকে হত্যা করে ২১ দিন লাশের সঙ্গে বসবাস
দেশজুড়ে শক: মা-মেয়েকে হত্যা করে ২১ দিন লাশের সঙ্গে বসবাস