জেন-জি প্রজন্ম বিজেপির উন্নয়নমুখী রাজনীতিতে বিশ্বাসী: নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি পশ্চিমবঙ্গের মালদা জেলায় এক নির্বাচনী জনসভায় বলেছেন, দেশের জেন-জি প্রজন্ম ভারতীয় জনতা পার্টির (বিজেপি) উন্নয়নমুখী রাজনীতিতে বিশ্বাসী। মুম্বাইয়ের স্থানীয় সরকার নির্বাচনে দলের ভূমিধস জয়ের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এই প্রবণতা পশ্চিমবঙ্গেও লক্ষ্য করা যাবে।
মোদির মতে, বৃহৎ মুম্বাই পৌর করপোরেশন (বিএমসি) নির্বাচনে প্রথমবারের মতো বিজেপি রেকর্ড জয় পেয়েছে। তিনি আশাপ্রকাশ করেন, পশ্চিমবঙ্গের ভোটাররাও আগামী রাজ্য নির্বাচনে বিজেপিকেই বেছে নেবেন। আগামী কয়েক মাসে রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় রাজনীতিতে উত্তাপ বেড়েছে। ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও বিরোধী দল বিজেপি একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করছে।
মালদার সমাবেশে মোদি বলেন, “এই সরকার পালানো দরকার।” তিনি তৃণমূল সরকারের কঠোর সমালোচনা করে দাবি করেন, বর্তমান প্রশাসন জনসাধারণের টাকা লুট করছে এবং কেন্দ্রীয় সহায়তা বাংলার মানুষদের কাছে পৌঁছাচ্ছে না। মোদি বলেন, তৃণমূল পরাজিত হলে ও বিজেপি ক্ষমতায় এলে বাংলায় প্রকৃত উন্নয়ন ঘটবে।
এছাড়া প্রধানমন্ত্রী অভিযোগ করেন, তৃণমূল সরকার অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে। তিনি আশ্বস্ত করেন, বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।
প্রতিবেশী দেশ থেকে আসা নির্যাতিত মতুয়া ও অন্যান্য শরণার্থী সম্প্রদায়ের জন্য মোদি বলেন, তাদের ভয় পাওয়ার কিছু নেই। নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) তাদের সুরক্ষা প্রদান করবে।
মোদির এই মন্তব্যের মাধ্যমে নির্বাচনী প্রচারণায় তিনি তৃণমূল সরকারের ব্যর্থতা তুলে ধরেছেন এবং বিজেপির উন্নয়নমুখী নীতির প্রতিশ্রুতি দিয়েছেন। এভাবে তিনি পশ্চিমবঙ্গের ভোটারদের মধ্যে পার্থক্য সৃষ্টি করতে চেষ্টা করছেন।
সূত্র: এনডিটিভি
ভিওডি বাংলা/জা







