• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নেত্রকোণা-৪

প্রার্থিতা প্রত্যাহার করলেন তাহমিনা জামান

নেত্রকোণা প্রতিনিধি    ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:০৩ পি.এম.
বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী। ছবি-সংগৃহীত

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেছেন।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে নেত্রকোণা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাহমিনা জামানের পক্ষে তাঁর প্রার্থিতার সমর্থনকারী মির্জা মুকুল এ আবেদন জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান।

উল্লেখ্য, এর আগে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে অংশ নিয়ে তাহমিনা জামান শ্রাবণী তিনি উল্লেখযোগ্য সংখ্যক ভোটও পেয়েছিলেন।

নেত্রকোণা-৪ আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোখলেছুর রহমান এবং সিপিবির প্রার্থী জলি তালুকদার।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজবাড়ীতে কমরেড অমল সেনের ২৩তম স্মরণ সভা অনুষ্ঠিত
রাজবাড়ীতে কমরেড অমল সেনের ২৩তম স্মরণ সভা অনুষ্ঠিত
পুনর্মিলনীতে এসে বাকৃবির সাবেক শিক্ষার্থীর মৃত্যু
পুনর্মিলনীতে এসে বাকৃবির সাবেক শিক্ষার্থীর মৃত্যু
মা-মেয়েকে হত্যা করে ২১ দিন লাশের সঙ্গে বসবাস
দেশজুড়ে শক: মা-মেয়েকে হত্যা করে ২১ দিন লাশের সঙ্গে বসবাস