• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তারেক রহমানকে সেই জাতীয় পতাকা উপহার দেন মুত্তাকিন

জ্যেষ্ঠ প্রতিবেদক    ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:১৩ পি.এম.
ছাত্রদলকর্মী মুত্তাকিন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে জাতীয় পতাকা উপহার দেন। ছবি-ভিওডি বাংলা

ছাত্র–জনতার গণঅভ্যুত্থান চলাকালে দেশব্যাপী শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণের নির্মম বাস্তবতার মধ্যেই ১৮ জুলাই যাত্রাবাড়ীর কাজলা ফ্লাইওভারের ওপর দাঁড়িয়ে খোলা বুকে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অস্তিত্বের অবিচ্ছেদ্য প্রতীক জাতীয় পতাকা উড়িয়ে সমগ্র দেশবাসীকে প্রবলভাবে উদ্বেলিত করেছিলেন ছাত্রদল কর্মী মুত্তাকিন।

জাতীয় পতাকা উড়িয়ে সমগ্র দেশবাসীকে প্রবলভাবে উদ্বেলিত করেছিলেন ছাত্রদল কর্মী মুত্তাকিন।

সেই সময় দেশে ও বিদেশে অবস্থানরত সকল মানুষকে আন্দোলনের পক্ষে উদ্বুদ্ধ করার লক্ষ্যে উড়ানো ঐতিহাসিক সেই জাতীয় পতাকা বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতে উপহার হিসেবে তুলে দিয়েছেন ছাত্রদল কর্মী মুত্তাকিন।

শনিবার (১৭ জানুয়ারি) ছাত্রদলকর্মী মুত্তাকিন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে জাতীয় পতাকা উপহার দেন।

এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
কেউ কেউ বির্তক সৃষ্টির মাধ্যমে গণতন্ত্রের পথকে বাধাগ্রস্ত করছে
তারেক রহমান কেউ কেউ বির্তক সৃষ্টির মাধ্যমে গণতন্ত্রের পথকে বাধাগ্রস্ত করছে
সঠিক ইতিহাস চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে: ইশরাক
সঠিক ইতিহাস চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে: ইশরাক