• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী প্রচার দলের কমিটি ঘোষণা

   ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:১৭ পি.এম.
জাতীয়তাবাদী প্রচার দল। ছবি: ভিওডি বাংলা

দলীয় কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার কমিটি ঘোষণা করা হয়েছে।  

শনিবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তা ও সাধারণ সম্পাদক আকবর হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী প্রচার দলের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কামরুল হাসান মিসু এবং সাধারণ সম্পাদক মোঃ রাশেদুজ্জামান রাশেদ।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ রাকিবুল ইসলাম, মোঃ তারেক রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল হক মুকুল, মোঃ ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন সিফাত, দপ্তর সম্পাদক মোঃ সোহেল রানা, প্রচার সম্পাদক মোঃ রুহুল আমিন ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আল হাসান হৃদয়।

মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী প্রচার দলের ৬০ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ রহমত উল্লাহ্ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ জহির হোসেন জয়।

সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহীন মোল্লা। কমিটিতে একাধিক সহ-সভাপতি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, যুগ্ন সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, প্রচার সম্পাদক, দপ্তর সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি, ধর্ম, আন্তর্জাতিক, যোগাযোগ, প্রকাশনা, তথ্য ও গবেষণা, সমাজকল্যাণ, আপ্যায়ন ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব প্রদান করা হয়েছে। 

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত এসব কমিটি জাতীয়তাবাদী শক্তিকে সাংগঠনিকভাবে আরও সুদৃঢ় করবে এবং দলের আদর্শ ও কর্মসূচি তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে কার্যকর ভূমিকা রাখবে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
কেউ কেউ বির্তক সৃষ্টির মাধ্যমে গণতন্ত্রের পথকে বাধাগ্রস্ত করছে
তারেক রহমান কেউ কেউ বির্তক সৃষ্টির মাধ্যমে গণতন্ত্রের পথকে বাধাগ্রস্ত করছে
সঠিক ইতিহাস চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে: ইশরাক
সঠিক ইতিহাস চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে: ইশরাক