• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাংশায় চাঁদা না দেয়ায় গৃহবধূর ওপর হামলা

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:১৭ পি.এম.
আহত গৃহবধূ। ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশায় চাঁদা না দেওয়ার জেরে প্রকাশ্যে মোছা. সুমাইয়া খাতুন (৩৪) নামের এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকাল পৌনে ৫টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর বাজারে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সুমাইয়া খাতুন উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বলরামপুর গ্রামের ট্রাক চালক জীবন হাসানের স্ত্রী।
অভিযুক্তরা হলেন, একই গ্রামের মোস্তফা প্রামানিকের ছেলে সবুজ প্রামানিক (২৫) ও তার পিতা মোস্তফা প্রামানিক (৪২)।

অভিযুক্ত সবুজ ভুক্তভোগীর ভাসুরের ছেলে ও মোস্তফা সম্পর্কে ভাসুর হয়।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, অভিযুক্ত সবুজ প্রামানিক ১ মাস যাবৎ জীবন হাসানের কাছে ৩ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সে বিভিন্ন সময় বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজসহ হুমকি দিয়ে আসছিল।
ঘটনার দিন সুমাইয়া খাতুন সাংসারিক প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য বাহাদুরপুর বাজারে গেলে অভিযুক্ত সবুজ তাকে দেখতে পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে প্রকাশ্যে সে হাতুড়ি দিয়ে সুমাইয়ার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। এসময় সবুজের পিতাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসকরা তার মাথায় ১২টি সেলাই দিয়েছেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে আহতের স্বামী জীবন হাসান বলেন, ‘আমার মেজো ভাইয়ের ছেলে সবুজ প্রায় এক মাস ধরে আমার কাছে ৩ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় সে আমার বাড়িতে এসে গালিগালাজ করে এবং আমার মেয়েকে তুলে নিয়ে গিয়ে হত্যার হুমকি দেয়। আমার মেয়ে এবার এসএসসি পরীক্ষার্থী। সবুজের ভয়ে তাকে একা স্কুলেও পাঠাতে পারছি না।’

তিনি আরও বলেন, ‘শুক্রবার আমার স্ত্রী বাজারে গেলে সবুজ ও আমার মেজো ভাই অতর্কিত হামলা চালায়। সবুজ হাতুড়ি দিয়ে আমার স্ত্রীর মাথায় আঘাত করে। খবর পেয়ে আমি দ্রুত গিয়ে তাকে হাসপাতালে ভর্তি করি। মারপিটের আগে সবুজ বাড়িতে আমার স্ত্রী ও মেয়ের ওপর হামলা চালিয়ে ২টি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। আমি প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

এ ঘটনায় অভিযুক্ত সবুজ ও মোস্তফা প্রামানিকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করবেন বলে জানান ভুক্তভোগী পরিবার।

এ বিষয়ে অভিযুক্ত মোস্তফা প্রামানিক মুঠোফোনে জানান, চাঁদা দাবির অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। তিনি দাবি করেন, পারিবারিক একটি বিষয় নিয়ে বাড়িতে তার স্ত্রী ও তার ভাইয়ের স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। ওই ঘটনার জের ধরে পরবর্তীতে বাহাদুরপুর বাজারে তার ছেলে সবুজের সঙ্গে ভুক্তভোগী পক্ষের হাতাহাতির ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, ‘বাজারে প্রথমে তারা আমার ছেলেকে আঘাত করে। পরে আমার ছেলে পাল্টা আঘাত করে।’

পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুল গণি বলেন, এ ব্যাপারে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিওডি বাংলা/ এস কে পাল সমীর/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপির প্রার্থী মঞ্জুরুলের মনোনয়নপত্র বাতিল
কুমিল্লা-৪ আসন বিএনপির প্রার্থী মঞ্জুরুলের মনোনয়নপত্র বাতিল
রাজবাড়ীতে কমরেড অমল সেনের ২৩তম স্মরণ সভা অনুষ্ঠিত
রাজবাড়ীতে কমরেড অমল সেনের ২৩তম স্মরণ সভা অনুষ্ঠিত
পুনর্মিলনীতে এসে বাকৃবির সাবেক শিক্ষার্থীর মৃত্যু
পুনর্মিলনীতে এসে বাকৃবির সাবেক শিক্ষার্থীর মৃত্যু