• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাবনা

সুচিত্রা সেনের প্রয়ান দিবস ও কবি বন্দে আলী মিয়ার জন্মদিন পালন

পাবনা প্রতিনিধি    ১৭ জানুয়ারী ২০২৬, ০৯:১৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা পাবনার মেয়ে সুচিত্রা সেনের ১২তম প্রয়ান দিবস ও শিশুতোষ কবি বন্দে আলী মিয়ার ১২০তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। 

শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় মহানায়িকা সুচিত্রা সেনের পৈত্রিক বাড়ি শহরের হেমসাগর লেনে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের উদ্যোগে সংগ্রহশালায় স্থাপিত ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে মহানায়িকার প্রয়ানে স্মৃতিচারণ করে আলোচনা করা হয়। সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. রাম দুলাল ভৌমিকের সভাপতিত্বে সুচিত্রা সভায় বক্তব্য দেন, পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের কার্যকরী সদস্য এবিএম ফজলুর রহমান, পূর্নিমা ইসলাম, অর্থ সম্পাদক ড. হাবিবুল্লাহ, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের উপদেষ্টা কৃষিবিদ জাফর সাদেক, সহ-সভাপতি ফরিদুল ইসলাম খোকন, দপ্তর সম্পাদক শিশির ইসলাম, কার্যকরী সদস্য মামুন সাব্বির।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিবির সাধারণ সম্পাদক পান্না বিশ্বাস, পাবনা গণশিল্পী সংঠনের সীমান্ত, সাংস্কৃতিক কর্মী হাসান মাহমুদ, বিপ্লব ভৌমিক প্রমূখ ।

স্মরণ সভায় সুচিত্রা সেনের পৈত্রিক বাড়ি উদ্ধারের দীর্ঘদিন পার হলেও সেখানে সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা গড়ে না ওঠায় হতাশা প্রকাশ করে বক্তারা বলেন, বাড়িটিতে এখনও সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা করার কোনো কাজ হয়নি। দিনে দিনে বিষয়টি স্তিমিত হয়ে পড়েছে। দ্রুত সুচিত্রা সেনের বাড়িটি আন্তর্জাতিক মানের সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা করা হোক।

এদিকে পাবনার কৃতি সন্তান শিশুতোষ কবি বন্দে আলী মিয়ার ১২০ তম জন্মবার্ষিকী উপলক্ষে শহরের রাধানগর মহল্লায় কবিকুঞ্জের পাশে সমাহিত কবির কবরে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় কবি বন্দে আলী মিয়া স্মরণ পরিষদের নেতৃবৃন্দ ও স্বজনরা কবর জিয়ারত, দোয়ায় অংশ নেন। 

ভিওডি বাংলা/ এম এস রহমান/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুস্থদের মাঝে কম্বল বিতরণ করলেন বাসস চেয়ারম্যান
৩ সহস্রাধিক কম্বল বিতরণ দুস্থদের মাঝে কম্বল বিতরণ করলেন বাসস চেয়ারম্যান
বিআইডব্লিউটিএ’র ড্রেজিংয়ে সুনামগঞ্জের নৌপথে ফিরল প্রাণ
ব্যবসা-বাণিজ্যে নতুন গতি বিআইডব্লিউটিএ’র ড্রেজিংয়ে সুনামগঞ্জের নৌপথে ফিরল প্রাণ
প্রার্থিতা প্রত্যাহার করলেন তাহমিনা জামান
নেত্রকোণা-৪ প্রার্থিতা প্রত্যাহার করলেন তাহমিনা জামান