• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মাদারীপুরে ইতালি প্রবাসীর গোপনাঙ্গ কেটে ফেললো স্ত্রী!

মাদারীপুর প্রতিনিধি    ১৭ জানুয়ারী ২০২৬, ০৯:২৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

মাদারীপুরে পারিবারিক কলহ ও পরকীয়ার অভিযোগে ইতালি প্রবাসী যুবকের পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৭ জানুয়ারি) ভোরে মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিয়ের পর থেকেই পরকীয়ার অভিযোগে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশি বৈঠক হলেও মেলেনি সমাধান।

শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে আবারও কথাকাটাকাটি হয়। পরে ক্ষুব্ধ হয়ে ভোররাতে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে দেন বলে অভিযোগ ওঠে। প্রবাসীর চিৎকারে পরিবারের বাকি সদস্যরা ছুটে এসে তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসক। ঘটনাস্থল থেকে অভিযুক্ত স্ত্রীকে আটক করা হয়।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, অভিযুক্ত স্ত্রীকে আটক করা হয়েছে। স্বামীর অভিযোগের প্রেক্ষিতে এ ব্যাপারে নেয়া হবে আইনগত ব্যবস্থা। এছাড়াও ঘটনাস্থল থেকে রক্তাক্ত ব্লেড জব্দ করা হয়েছে।

ভিওডি বাংলা/ মহিবুল আহসান লিমন/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুস্থদের মাঝে কম্বল বিতরণ করলেন বাসস চেয়ারম্যান
৩ সহস্রাধিক কম্বল বিতরণ দুস্থদের মাঝে কম্বল বিতরণ করলেন বাসস চেয়ারম্যান
বিআইডব্লিউটিএ’র ড্রেজিংয়ে সুনামগঞ্জের নৌপথে ফিরল প্রাণ
ব্যবসা-বাণিজ্যে নতুন গতি বিআইডব্লিউটিএ’র ড্রেজিংয়ে সুনামগঞ্জের নৌপথে ফিরল প্রাণ
প্রার্থিতা প্রত্যাহার করলেন তাহমিনা জামান
নেত্রকোণা-৪ প্রার্থিতা প্রত্যাহার করলেন তাহমিনা জামান