• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এক্সকিউজ মি স্যার

ম্যাজিস্ট্রেটকে ওয়ার্নিং দিলেন রুমিন ফারহানা

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি    ১৭ জানুয়ারী ২০২৬, ০৯:৩৫ পি.এম.
ছবি- ভিডিও থেকে সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বিকেলে তার মতবিনিময় সভা শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দেখে বলেন, ‘এক্সকিউজ মি স্যার, এক্সকিউজ মি স্যার, এক্সকিউজ মি স্যার। দিস ইজ দ্য লাস্ট টাইম আই ওয়ার্নিই ইউ। আই উইল নট লিসেন্ট টু দ্যট।’ 

এ ঘটনার একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়। ফুটেজে বলতে শোনা যাচ্ছে তিনি প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের পক্ষে ‘বৃদ্ধাঙ্গুল’ দেখালেও কিছু করা হয় না উল্লেখ করে আরও বলেন,  ‘এইরকম দেখায় আপনাদেরকে। প্রশাসনে বসে আছেন। খোঁজ নেন।’

জানা যায়, শনিবার বিকেলে সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। মতবিনিময় সভা করে আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খানের ভ্রাম্যমাণ আদালত রুমিন ফারহানার সমর্থক মো. জুয়েলকে ৪০ হাজার টাকা জরিমানা করেন। আয়োজনে কোনো ব্যানার বা মাইক ছিলো না। রুমিন ফারহানা এ আয়োজনে হাজির হলে সেখানে ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান উপস্থিত হন। রুমিন ফারহানাকে তিনি মঞ্চ থেকে নেমে যেতে বলেন।

যাওয়ার সময় ম্যাজিস্ট্রেটকে দেখে বেশ ক্ষিপ্ত হন রুমিন ফারহানা। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বলতে শুনতে যায়, আচরণবিধি লঙ্ঘন করলে তো আমরা ব্যবস্থা নিবো। তখন রুমিন ফারহানা বলেন, ‘সব জায়গায় হচ্ছে।’ পাশের একজন বলেন, ‘আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায় কিছু বলতে পারেন না।’ এসময় দেখা যায়, রুমিন বৃদ্ধাঙ্গুল উঁচিয়ে বলেন, সবাইকে চুপ থাকতে বলে রুমিন বলেন, ‘আজকে শুনছি। আঙ্গুল তুলে বলে গেলাম ভবিষ্যতে আর শুনবো না। আমি যদি না বলি এখান থেকে বের হতে পারবেন না। বের হতে পারবেন না স্যার, মাথায় রাখবেন। আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না।’

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনকারি নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান গণমাধ্যমকে বলেন, ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে বিধায় ওনাকে (রুমিন ফারহানা) চলে যেতে বলা হয়। ওনি যাওয়ার সময় উত্তেজিত হয়ে পড়েন। 

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুস্থদের মাঝে কম্বল বিতরণ করলেন বাসস চেয়ারম্যান
৩ সহস্রাধিক কম্বল বিতরণ দুস্থদের মাঝে কম্বল বিতরণ করলেন বাসস চেয়ারম্যান
বিআইডব্লিউটিএ’র ড্রেজিংয়ে সুনামগঞ্জের নৌপথে ফিরল প্রাণ
ব্যবসা-বাণিজ্যে নতুন গতি বিআইডব্লিউটিএ’র ড্রেজিংয়ে সুনামগঞ্জের নৌপথে ফিরল প্রাণ
প্রার্থিতা প্রত্যাহার করলেন তাহমিনা জামান
নেত্রকোণা-৪ প্রার্থিতা প্রত্যাহার করলেন তাহমিনা জামান