• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকাকে হারিয়ে প্লে-অফে রংপুর, বিদায় ক্যাপিটালসের

ক্রীড়া প্রতিবেদক    ১৭ জানুয়ারী ২০২৬, ১০:০৬ পি.এম.
ঢাকাকে হারিয়ে প্লে-অফে রংপুর। সংগৃহীত ছবি

ঢাকা ক্যাপিটালসকে ১১ রানে হারিয়ে বিপিএলের প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। এই হারের ফলে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে ঢাকা ক্যাপিটালসের।

এর আগে নোয়াখালী এক্সপ্রেস টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। ঢাকার বিদায়ের মধ্য দিয়ে বাদ পড়া দলের তালিকায় যুক্ত হলো তারা। অন্যদিকে রংপুরের আগে প্লে-অফ নিশ্চিত করেছে রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটান্স।

টস জিতে ব্যাটিংয়ে নেমে রংপুর রাইডার্স ৪ উইকেটে ১৮১ রান সংগ্রহ করে। ওপেনিং জুটিতে ডেভিড মালান ও তাওহীদ হৃদয় বড় স্কোরের ভিত গড়ে দেন। জবাবে ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটে ১৭০ রানে আটকে দেয় রংপুর।

ইনিংসের শুরুতে মাত্র ১১.৩ ওভারেই ওপেনিং জুটিতে ১০০ রান স্পর্শ করে রংপুর। বড় সংগ্রহের ইঙ্গিত দিলেও মধ্য ওভারে মালান ও হৃদয়ের ব্যাটে গতি কমে যাওয়ায় ম্যাচে ফেরার সুযোগ পায় ঢাকা। শেষ তিন ওভারে ঢাকার বোলাররা মাত্র ১৬ রান দিয়ে তিনটি উইকেট তুলে নেন। ফলে ২০০ রানের নিচেই থামে রংপুরের ইনিংস।

ডেভিড মালান ৪৯ বলে ৮টি চার ও ৪টি ছক্কায় ৭৮ রান করে আউট হলে ভাঙে ১২৬ রানের উদ্বোধনী জুটি। ম্যাচসেরার পুরস্কারও জেতেন তিনি। তাওহীদ হৃদয় ৪৬ বলে ৫টি চার ও ৪টি ছক্কায় করেন ৬২ রান। ঢাকার হয়ে মোহাম্মদ সাইফউদ্দিন ৩৩ রান দিয়ে নেন ২টি উইকেট।

লক্ষ্য তাড়ায় উসমান খান ও সাইফ হাসানের ঝড়ো সূচনাতেও শেষ পর্যন্ত ব্যর্থ হয় ঢাকা। উসমান খান ১৮ বলে ৫টি চার ও ১টি ছক্কায় ৩১ রান করে ফিরে যান। এরপর একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি।

অধিনায়ক মোহাম্মদ মিঠুন ও শামীম হোসেনের ধীরগতির ব্যাটিং রান তাড়াকে আরও কঠিন করে তোলে। শেষদিকে মোহাম্মদ সাইফউদ্দিনের অপরাজিত ৩০ বলে ৫৮ ও ইমাদ ওয়াসিমের ১৪ বলে ২০ রানের ইনিংসে ব্যবধান কমলেও জয় অধরাই থাকে। সাইফউদ্দিনের ইনিংসে ছিল ৩টি চার ও ৫টি ছক্কা।

রংপুরের হয়ে ডানহাতি পেসার নাহিদ রানা ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে নেন ৩টি উইকেট। এছাড়া ফাহিম আশরাফ শিকার করেন ২টি উইকেট।

ভিওডি বাংলা/ এসআর/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টানা হারের পর রংপুরের অধিনায়কত্বে বদল
টানা হারের পর রংপুরের অধিনায়কত্বে বদল
৪৮ ঘণ্টার মধ্যে জবাব না দিলে পদত্যাগ বাধ্যতামূলক
বিসিবি পরিচালক নাজমুলের শোকজ: ৪৮ ঘণ্টার মধ্যে জবাব না দিলে পদত্যাগ বাধ্যতামূলক
অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল
অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল