• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফুটবল বিশ্বকাপে ৩৩০ টিকিট পাচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক    ১৭ জানুয়ারী ২০২৬, ১০:১৪ পি.এম.
ফুটবল বিশ্বকাপ ট্রফি। ছবি: ভিওডি বাংলা

বিশ্বকাপ ফুটবল ম্যাচ স্টেডিয়ামে বসে দেখার স্বপ্ন থাকে ফুটবলপ্রেমীদের। সে কারণে প্রতিটি বিশ্বকাপেই টিকিট সংগ্রহ নিয়ে বিশ্বজুড়ে চলে তুমুল প্রতিযোগিতা। অনলাইনের পাশাপাশি ফিফা সদস্যভুক্ত দেশগুলোর ফুটবল ফেডারেশনের জন্যও নির্দিষ্টসংখ্যক টিকিট বরাদ্দ রাখে। সেই হিসেবে ২০২৬ সালের বিশ্বকাপে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ফিফার কাছ থেকে ৩৩০টি টিকিট কেনার সুযোগ পাবে।

জাতীয় দল কমিটির সভা শেষে বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান এ তথ্য জানান। তিনি বলেন, ‘নন-প্লেয়িং কান্ট্রি হিসেবে আমাদের ৩৩০টির বেশি টিকিট পাওয়ার সুযোগ নেই। আগামীকাল থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টিকিটের জন্য আবেদন গ্রহণ করা হবে। আবেদন ফরমের মূল্য ৫০০ টাকা এবং নির্ধারিত টিকিটের মূল্য পরিশোধ করতে হবে। এ বিষয়ে শিগগিরই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে।’

বাফুফের মাধ্যমে বিশ্বকাপ টিকিটের জন্য সাধারণত বিপুলসংখ্যক আবেদন জমা পড়ে। পরে বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে ফেডারেশন এসব টিকিট বণ্টন করে থাকে। কাজী সালাউদ্দিন সভাপতি থাকাকালে বিশ্বকাপ টিকিট বণ্টনের জন্য আলাদা কমিটি ছিল। তবে এবার নির্বাহী সভায় সভাপতির তত্ত্বাবধানে টিকিট বণ্টনের প্রস্তাব দিয়েছেন কমিটির সদস্যরা।

বিশ্বকাপ টিকিট বণ্টনের ক্ষেত্রে সাধারণত বাফুফের নির্বাহী কমিটির সদস্য, ক্লাব কর্মকর্তা, সাবেক ফুটবলার ও সংগঠকরা অগ্রাধিকার পেয়ে থাকেন। পাশাপাশি পৃষ্ঠপোষক, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ীসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষেরও টিকিটের চাহিদা থাকে ফেডারেশনের কাছে।

নতুন সভাপতি তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন কমিটি মাত্র ৩৩০টি টিকিট কীভাবে বণ্টন করে—সেটিই এখন দেখার বিষয়। তবে এবারের বিশ্বকাপে দলসংখ্যা ও ভেন্যু বাড়ায় বাফুফে আগের আসরের তুলনায় বেশি টিকিট পাচ্ছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টানা হারের পর রংপুরের অধিনায়কত্বে বদল
টানা হারের পর রংপুরের অধিনায়কত্বে বদল
৪৮ ঘণ্টার মধ্যে জবাব না দিলে পদত্যাগ বাধ্যতামূলক
বিসিবি পরিচালক নাজমুলের শোকজ: ৪৮ ঘণ্টার মধ্যে জবাব না দিলে পদত্যাগ বাধ্যতামূলক
অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল
অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল